Madhyamik 2023 : নিজেই টোটো চালিয়ে পরীক্ষাকেন্দ্রে দেবশ্রী – kolaghat madhyamik students devashree going to take examination by driving toto


সোমনাথ মণ্ডল, কোলাঘাট: রোজ টোটো করে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে কোলাঘাটের দেবশ্রী। যাত্রী হিসেবে নয়, চালকের আসনে বসে। টোটো নিজেই চালায় সে। যাত্রীর আসনে মা, আবার কখনও কখনও বাবা বসে থাকেন। কোলাঘাট গার্লস হাইস্কুলের ছাত্রী দেবশ্রী খাঁড়া।

কোলা গ্রামের বাসিন্দা ছাত্রীটির মাধ্যমিকের সিট পড়েছে কেটিপিপি হাইস্কুলে। মঙ্গলবার ছিল মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা। স্কুল ড্রেস পরে মঙ্গলবার ওই ছাত্রীকে জাতীয় সড়কের উপর দিয়ে টোটো চালিয়ে আসতে দেখে অনেকেই অবাক হয়েছিলেন।

Malda News : আর্থিক অনটনে বন্ধ হয়েছিল পড়াশোনা, মালদার খুদেদের ভরসা সেই ‘ধ্রুবদার টিউশন’
কিন্তু তাতে ভ্রূক্ষেপ করেনি সে। অভাবের সংসারে গাড়ি ভাড়া করে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে রোজ পরীক্ষা দিতে আসা খরচ সাপেক্ষ। তার উপর বাবা অসুস্থ। তাই মা-বাবাকে সঙ্গে নিয়ে এদিনও পরীক্ষা দিতে নিজেই টোটো চালিয়ে পৌঁছে যায় সে।

নির্দিষ্ট জায়গায় টোটো রেখে ঢুকে পড়ে পরীক্ষাকেন্দ্রে। বাবা সনাতন খাঁড়া সবক’টি পরীক্ষায় মেয়ের সঙ্গে আসতে না পারলেও মা কিন্তু মেয়ের সঙ্গে রোজ আসেন। টোটো চালাতে গিয়ে কয়েক বছর আগে এক দুর্ঘটনায় পায়ে চোট পেয়েছিলেন বাবা সনাতন।

L238 Bus : গতিতে হিট L238 এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে, বড় ঘোষণা বাস মালিকদের
তার পর থেকে আর খুব একটা টোটো চালান না তিনি। কাজ নিয়েছেন অন্যত্র। ফলে মেয়ে দেবশ্রীকে পড়াশোনার পাশাপাশি মাঝেমধ্যে কোলাঘাট স্টেশন থেকে বাজার পর্যন্ত টোটো চালাতে হয় সংসারে দু’পয়সা বাড়তি আয়ের জন্য।

বাবা বলেন, “আমি অন্য একটা জায়গায় কাজ করি। অভাবের সংসারে মেয়ে মাঝেমধ্যে বাজার এলাকায় টোটো চালায়। বারণ করলেও শোনে না। বলে দু’পয়সা বাড়তি এলে সংসারের কাজে লাগবে। ওর মাধ্যমিক চলছে। সব পরীক্ষায় আসতে পারিনি। তবে আজ কাজ নেই, তাই এসেছি। মেয়ে টোটো চালাতে দেয়নি। আমাকে আর মাকে নিজে চালিয়ে নিয়ে এসেছে।” এ দিন বিকেলে পরীক্ষাকেন্দ্র থেকে হাসি মুখে বেরিয়ে দেবশ্রী জানায়, পরীক্ষা ভালো হয়েছে।

Madhyamik Exam: দৃষ্টিশক্তি ক্ষীণ-২ হাতও অসাড়! রাইটার নিয়েই মাধ্যমিকে বিশেষ চাহিদা সম্পন্ন লাবনী
ব্যস্ত জাতীয় সড়কে টোটো চালিয়ে আসতে ভয় করল না?

দেবশ্রীর সোজাসাপটা উত্তর, “ভয় করবে কেন? কয়েক বছর ধরে টোটো চালাচ্ছি। অভ্যাস আছে। আর ভয় করলে বাবার পাশে দাঁড়াব কী করে? অভাবের সংসার। নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। লড়াই তো করতেই হবে।” লড়াকু মানসিকতার ছাপ তখন আত্মবিশ্বাসী ছাত্রীর চোখেমুখে!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *