Nadia News : চৈতন্যভূমে পরিক্রমায় বেরিয়ে বিপত্তি, ক্ষিপ্ত কুকুরের কামড়ে আহত বৈষ্ণব ভক্তেরা – dog attack on nabadwip mandal parikrama rally on mahaprabhu chaitanya birth anniversary


West Bengal News : নবদ্বীপ মন্ডল পরিক্রমায় এসে মনিপুর রোডে ক্ষিপ্ত কুকুরের কামড়ে আহত হলেন কয়েকজন মহিলা সহ ১২ জন বৈষ্ণব ভক্ত। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ নবদ্বীপ থানার মনিপুর রোড দেবানন্দ গৌড়ীয় মঠের কাছে। ঘটনায় মহিলা সহ জখম ১২ জনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানেই ১১ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও দীপালি ঘোষ নামক এক মহিলাকে হাসপাতালে ভর্তি করে শুরু হয় চিকিৎসা।

Road Accident : ডায়মন্ড হারবারে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির রেষারেষিতে প্রাণ গেল ঠাকুমা-নাতির
এই ঘটনায় তীর্থ নগরী নবদ্বীপে উৎসবমুখর দিনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে নদীয়ার পার্শ্ববর্তী নাদন ঘাট থানার হেমায়েতপুর গৌড়ীয় মঠ থেকে কয়েকশো বৈষ্ণব ভক্ত নবদ্বীপ মন্ডল পরিক্রমায় যোগদান করেন। মণিপুর রোড দেবানন্দ গৌড়ীয় মঠের কাছে এলে চার পাঁচটা কুকুর ক্ষিপ্ত হয়ে ওই পরিক্রমায় আক্রমণ চালায়। ঘটনা জানাজানি হতেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Nadia News : গভীর রাতে রানাঘাটে পরপর ৫টি মন্দিরে চুরি, বাড়ছে ক্ষোভ
এই বিষয়ে আহত বৈষ্ণব ভক্ত দীপালি ঘোষ জানান, “আমরা নিজেদের মতন নাম সংকীর্তন করতে করতে রাস্তা ধরে এদিয়ে যাচ্ছিলাম। এদিন আমাদের নবদ্বীপ মন্ডল পরিক্রমা ছিল। রাস্তায় যেতে যেতেই হঠাৎ কুকুরের একটি দল আমাদের আক্রমন করে। ভয়ে আমাদের পরিক্রমা ছত্রভঙ্গ হয়ে যায়। যে যেদিকে পারেন ছুটে পালান। কিন্তু আমি এবং কয়েকজন তার মধ্যেই পড়ে যাই। আর আমাদেরকেই ওই কুকুরগুলি আক্রমন করে। আমার পায়ে একটি কুকুর কামড়ে দিয়েছে। এছাড়াও অনেক জায়গায় আঁচর লেগেছে।”

স্থানীয় বাসিন্দারা এসে উদ্ধার না করলে যে কি হত, তা ভেবেই শিউরে উঠছেন ওই বৈষ্ণব ভক্ত। প্রসঙ্গত উল্লেখ্য, শ্রীচৈতন্যদেবের ৫৩৭ তম আবির্ভাব দিবস উপলক্ষে শুরু হয়েছে নবদ্বীপ মণ্ডলী পরিক্রমা। প্রতিবছরের মতো এই বছরও দোল উৎসবে মায়াপুরের ইসকন মন্দিরে ভিড় করেছেন দেশ বিদেশের ভক্তরা।

Chaitanya Mahaprabhu: চৈতন্য মহাপ্রভু-রূপে কি সত্যিই আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণ? রহস্য লুকিয়ে পুরাণে
৭ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান চলবে মায়াপুরে। গত বৃহস্পতিবার সকালে নবদ্বীপ মণ্ডলী পরিক্রমা শুরু হয়। চলবে সাতদিন। দেশবিদেশের প্রায় ১৫ হাজার ভক্ত এই পরিক্রমায় অংশগ্রহণ করেন। সাত দিন পরে এই ভক্তরা ইসকন মায়াপুরে ফিরবেন। ৯টি দ্বীপ নিয়ে নবদ্বীপ মণ্ডল। ৭২ কিলোমিটার পরিক্রমা করবে প্রায় ১৫ হাজার ভক্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *