Raigunge News : রায়গঞ্জে নয়া হেলিপ্যাডের উদ্বোধন, ব্যবহার করতে পারবেন ভিভিআইপি-সাধারণ মানুষ – new helipad inaugurated in uttar dinajupur by raigunge mp debsree chaudhuri


West Bengal News: আপৎকালীন পরিস্থিতিতে পরিষেবা দেওয়াক জন্য স্থায়ী হেলিপ্যাড চালু হল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। বুধবার দুপুরে রায়গঞ্জের মিরুয়ালে বিএসএফের ২৬ নং ব্যাটেলিয়ানের ক্যাম্পে এই হেলিপ্যাডের উদ্বোধন করেন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। এদিন নারকেল ফাটিয়ে দ্বারোদঘাটন করা হয় হেলিপ্যাডের।

দেবশ্রী চৌধুরী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের রায়গঞ্জ সেক্টর হেডকোয়ার্টারের ডিআইজি কুলবন্ত রাই শর্মা এবং ২৬ নং বিএসএফের কোম্পানি কমান্ডান্ট লিয়েনজাকাই সিটলোউ সহ অন্যান্য আধিকারিকরা। সাংসদ জানিয়েছেন, বিভিন্ন সময় বিশেষ করে বন্যা কিংবা দুর্ঘটনার সময় আপৎকালীন পরিস্থিতিতে মানুষের প্রান বাঁচানোর জন্য এই স্থানে প্রয়োজনীয় হেলিকপ্টার অবতরন করতে পারবে।

Mamata Banerjee : সিঙ্গল ইঞ্জিনের বিমান কি নিরাপদ, সংশয়ে মমতা
জানা গিয়েছে, ভিভিআইপিদের ক্ষেত্রেও এই হেলিপ্যাড ব্যবহার করা যাবে। তাঁদের ব্যবহারের কথা মাথায় রেখেই এখানে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই ধরনের হেলিপ্যাডের জেরে মানুষ অনেকাংশে উপকৃত হবেন বলে আশাবাদী বিএসএফের ডিআইজি কুলবন্ত রাই শর্মা।

রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী এই প্রসঙ্গে বলেন, “জেলার জন্য অত্যন্ত জরুরি এই হেলিপ্যাড উদ্বোধন করা হল। আপৎকালীন পরিস্থিতি বা বন্যার সময় আমরা রাস্তা বন্ধ হয়েছে যেতে দেখেছি। সেই সময় রাস্তা বন্ধ থাকার কারণে প্রশাসনিক সাহায্য বা ত্রাণ পৌঁছে দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়। সাংসদ হিসেবে এখানে নির্বাচিত হওয়ার পর আমরা উদ্যোগ গ্রহণ করি। এখানে জরুরি অবতরণ করা হবে।”

West Bengal Tourism : রাজ্যের আরও এক জমিদার বাড়িতে থাকার সুযোগ, ঢেলে সাজানোর পরিকল্পনা প্রশাসনের
তিনি আরও বলেন, “সাধারণ মানুষের জন্য কোনও বিশেষ পরিস্থিতিতে বা দুর্ঘটনার সময় স্থানান্তরের সময় হেলিকপ্টারের ব্যবস্থা করতে পারলে এই হেলিপ্যাড ব্যবহারের অনুমতি দেওয়া হবে। অর্থাৎ জরুরি পরিষেবার জন্য এই হেলিপ্যাড থাকল। ভিআইপিদের জন্যও এখানে নিরাপত্তার কোনও প্রয়োজন হবে না, কারণ এই অঞ্চল সবরকমভাবে নিরাপদ। সম্পূর্ণটাই আপৎকালীন পরিষেবার জন্য করা হয়েছে।”

বিএসএফের ডিআইজি কুলবন্ত রাই শর্মা এই প্রসঙ্গে বলেন, “এই হেলিপ্যাড উদ্বোধন হয়েছে দেখে খুবই ভালো লাগছে। উত্তর দিনাজপুর জেলায় সাধারণ মানুষের পাশাপাশি সশস্ত্র বাহিনীরও একটি হেলিপ্যাডের প্রয়োজনীয়তা ছিল। সেই প্রয়োজন পূরণ হল। সাধারণ মানুষও আপৎকালীন পরিস্থিতিতে এই হেলিপ্যাড ব্যবহার করতে পারবেন।”

Narayan Goswami : ‘দিদির দূত’ কর্মসূচিতে হরিনাম সংকীর্তন, রাস্তা নিয়ে ক্ষোভ সামলে সম্প্রীতির বার্তা তৃণমূল বিধায়কের
স্থানীয় বাসিন্দা অজয় দাস বলেন, “জেলায় একটি হেলিপ্যাড চালু হল, এটা খুবই ভালো। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় সাধারণ মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে হেলিপ্যা়ড ব্যবহার করা হবে বলে শুনলাম। সাধারণ মানুষও জরুরি পরিষেবার কাজে ব্যবহার করতে পারবেন। আমাদের মতো জেলা বাসীর সুবিধা হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *