প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তদন্তে নেমে CBI-এর অফিসাররা জানতে পারে বেনামে শান্তিপ্রসাদ সিনহার একটি ফ্ল্যাট ছিল। এরপরেই সেখানে পৌঁছে যান তদন্তকারীরা। সেখান থেকে দেড় কেজি সোনা পাওয়া গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পাশাপাশি একাধিক প্রার্থীর তালিকাও তাঁর ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়ে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আগেই গ্রেফতার হয়েছিলেন SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। তাঁকে জেরা করে একাধিক নয়া তথ্য উঠে আসতে পারে বলে মনে করছিলেন তদন্তকারীরা। জানা গিয়েছে, এই ফ্ল্যাটটি বেনামে ছিল। তদন্তে নেমে এই প্রসঙ্গে জানতে পারেন গোয়েন্দারা। ওই ফ্ল্যাটটিতে তল্লাশি চালায় CBI।
প্রাথমিকভাবে যে তথ্য উঠে এসেছে তা মোতাবেক ৫০ লাখ টাকা নগদ ওই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে বিপুল সোনাও উদ্ধার করা হয়েছে। যদিও সেই পরিমাণটা কত, সেই সম্পর্কিত কোনও তথ্য তদন্তকারী সংস্থার তরফে এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এই ঘটনা অনেককেই অর্পিতা মুখোপাধ্যায়ের ঘটনা মনে করাচ্ছে।
পাশাপাশি শান্তিপ্রসাদের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথিও। সেখানে দেড় হাজার জনের একটি নামের তালিকাও পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। ফলে এই তালিকা নিয়োগ দুর্নীতিকাণ্ডে নয়া মোড় এনে দিতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
গত বছর নিয়োগ দুর্নীতি মামলায় মডেল তথা অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে ED। অঙ্কটা প্রায় ৫০ লাখের বেশি। যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেছিলেন, এই অর্থ তাঁর নয়। তাঁকে ফাঁসানো হচ্ছে। আপাতত সংশোধনাগারে রয়েছেন তিনি।
নিয়োগ দুর্নীতি মামলায় প্রতিদিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। এবার শান্তিপ্রসাদের বাড়ি থেকে টাকা ও উদ্ধার হওয়া নথির ফলে মামলায় নতুন মোড় আসে কিনা এখন তাই দেখার। প্রসঙ্গত, SSC নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।