Sukanta Majumdar : ‘অ্যাডিনো ভাইরাসের বাড়বাড়ন্তের জন্য দায়ী বেহাল স্বাস্থ্য ব্যবস্থা’, তোপ সুকান্তর – sukanta majumdar attacked state government for adenovirus issue


Cooch Behar News : রাজ্য জুড়ে অ্যাডিনো ভাইরাসে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে, ও জ্বর সর্দি কাশি এবং সর্বোপরি শ্বাসকষ্টের কারণে কিছু শিশুর মৃত্যু হওয়ায় রাজ্য সরকারকে কার্যত তুলোধোনা করলেন BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যে শিশু মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়তে থাকায় রাজ্য সরকারের বেহাল স্বাস্থ্য ব্যবস্থাকে দায়ী করেছেন সুকান্ত মজুমদার।

বুধবার কোচবিহারে তিনি বলেন, “রাজ্যের মধ্যে উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ, জঙ্গলমহলে স্বাস্থ্যের পরিকাঠামো ভালো নয়। মুখ্যমন্ত্রীর এটা বোঝা উচিত নীল সাদা রঙ বিল্ডিংয়ে করে স্বাস্থ্যের উন্নতি হয় না। ভালো চিকিৎসক নেই এই এলাকাগুলোতে। আর যার ফলে রোগীদের খালি রেফার করতে হচ্ছে। আর শিশু মৃত্যুর মত ঘটনা ঘটছে।”

Adenovirus Symptoms : বাঁকুড়ায় বাড়ছে অ্যাডিনো আক্রান্তের সংখ্যা, কী পদক্ষেপ স্বাস্থ্য দফতরের?
সেই সঙ্গে তিনি সরকারের পরতি তোপ দেগে বলেন, “পুরো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হালই বেহাল। এটা সরকারের অপদার্থতা। মাননীয়া হয় এই বিষয়ে কিছুই জানেন না, বোঝেন না, বা নিজে সব বুঝেও রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছেন।”

সুকান্তর বক্তব্য, “শহর কলকাতা থেকে যত দূরে যাবেন, দেখবেন এই ধরনের রোগ যেমন অ্যাডিনো ভাইরাসের জন্য যেরকম ডাক্তার দরকার, সেইসমস্ত ডাক্তার পাওয়া যাচ্ছে না। লোকজন চিকিৎসা করাতে পারছেন না সেই কারণে। এভাবে একটা রাজ্য চলতে পারে না।”

Udayan Guha : ‘বহিরাগত গুন্ডা নিয়ে এলাকায় ঢুকেছিলেন নিশীথ’, সুকান্তর পালটা উদয়ন
শুধু স্বাস্থ্য ব্যবস্থা নিয়েই নয়, সুকান্ত কথা বলেন রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বৃদ্ধি প্রসঙ্গেও। এই নিয়ে BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণেই রান্নার গ্যাসের দাম বাড়াতে হয়েছে। কারণ বেশি ভর্তুকি দিয়ে বেশিদিন চালানো সম্ভব না। তাহলে এয়ার ইন্ডিয়ার মত অবস্থা হবে। এয়ার ইন্ডিয়াকে একটা সময় প্রতিদিন ৬৪ লাখ টাকা ভর্তুকি দিয়ে চালাতে হত। এভাবে তো চলতে পারে না। তাই আন্তর্জাতিক বাজারে আবার দাম কমলেই দেশে রান্নার গ্যাসের দাম কমে যাবে।”

Sukanta Majumdar: ‘বাংলার পুলিশ সংবিধান ভুলে গিয়েছে’, দিনহাটায় হুংকার সুকান্ত
রাজ্য সরকারি কর্মীদের DA দেওয়া নিয়ে ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “ওরা DA দিতে না পারলে ওরা সরকার ছেড়ে দিক। যারা তৃনমূলের নেতাদের সাহায্যে চাকরি পেয়েছে তারা DA নাও চাইতে পারে। কিন্তু যারা পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পেয়েছে তাদের অবশ্য DA দিতে হবে। তাঁরা কেন বিনা DA-তে চাকরি করে যাবেন? DA দিতে না পারে মুখ্যমন্ত্রী ও তার সরকারের ব্যর্থতা।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *