Visva Bharati Basanta Utsav:’বসন্ত উৎসবের নামে চলত তাণ্ডব’, বিস্ফোরক মন্তব্য বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর – bidyut chakraborty visva bharati university vice chancellor comment on visva bharati basata utsav


Basanta Utsav: বিশ্বভারতীর বসন্ত উৎসবকে ‘বসন্ত তাণ্ডব’ বলে উল্লেখ করলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)। বিশ্বভারতী বসন্তোৎসব নিয়ে বিতর্কে ঘি। এবারেও বিশ্বভারতীতে তিথি মেনে হচ্ছে না বসন্তোৎসব। কর্তৃপক্ষের আয়োজিত উৎসবে প্রবেশ নিষেধ সাধারণের।

এই বিতর্কের মাঝে মুখ খুললেন বিশ্বভারতী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তিনি বলেন,”এখানে বসন্ত উৎসবের নামে তাণ্ডব হতো, তাই বন্ধ করে দিয়েছি। কিছু বুড়ো খোকার ভূমিকা আছে যারা প্রথার নাম করে বসন্ত তাণ্ডব চালাতেন। আমরা সেই বসন্ত তাণ্ডবের পক্ষপাতী না। তাই আমরা বসন্ত আবাহন করেছি, বসন্ত বন্দনা করব।”

Visva Bharati University : ‘বন্ধ হোক পলিটিক্যাল কনভোকেশন!’ বিশ্বভারতীর সমাবর্তন বয়কটের ডাকে পোস্টার

এবছর ৭ মার্চ দোল। এবছরও বিশ্বভারতীতে বসন্ত বন্দনা হবে রুদ্ধদ্বার। বিশ্বভারতীর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , ”আগামী ২ মার্চ সন্ধ্যায় হবে লোক সাংস্কৃতিক অনুষ্ঠান । ৩ মার্চ সকালে নিয়ম মেনে হবে বৈতালিক। তারপর সকাল সাতটায় বের হবে শোভাযাত্রা। তবে দোল পূর্ণিমার দিনে বসন্ত উৎসব না হওয়ায় আবারও প্রশ্নের মুখে বিশ্বভারতী । কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকেই রীতি ও প্রথা মেনে দোলের দিনেই বসন্ত উৎসব হত । কিন্তু সেই প্রথা ভেঙেই এবছর হতে চলেছে বসন্ত উৎসব। এবছরও বসন্ত উৎসবে জনসাধারণ, প্রাক্তন প্রাক্তনী এমনকী আশ্রমিকদের প্রবেশ অধিকার থাকবে না । শুধুমাত্র বিশ্বভারতীর পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা ও কর্মীরাই অংশগ্রহণ করতে পারবে।”

Visva Bharati University: সমাবর্তনে ঢুকতে না পেয়ে প্রাক্তনীদের বিক্ষোভ বিশ্বভারতীর গেটে

এই বিষয়ে ঠাকুর পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুর (Supriya Thakur) জানান,”রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বভারতী থেকে মুছে ফেলা হয়েছে। তাঁর নাম না নেওয়ায় ভালো। উপাচার্য যা মনে করছেন তাই করছেন। তিনি মনে করেছেন, দোলের দিন বসন্ত উৎসব করবেন না তাই করছিলেন। এতে আমার বলার কিছু নেই‌।”

Holi Weather Update : মার্চের শুরুতেই গরমের দাপট, দোলে কেমন থাকবে আবহাওয়া?

কোভিডের কারণে ২০২০ সাল থেকে বন্ধ বসন্ত উৎসব। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বসন্ত উৎসব আর হয়নি । এ বছরও তার ব্যতিক্রম হল না । বিশ্বভারতী আয়োজিত ২০১৯ সালের বসন্ত উৎসবে শেষবারের মতো অংশগ্রহণ করেছিলেন সাধারণ মানুষ। কিন্তু, তারপর করোনা নিয়ন্ত্রণে এলেও বিশ্বভারতীর বসন্ত উৎসবে জনসাধারণ আর প্রবেশাধিকার পাননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *