কলকাতায় ফের বিপুল টাকা উদ্ধার, গ্রেফতার ১


ফের একবার কলকাতায় টাকা উদ্ধারের ঘটনা! ট্যাংরার একটি বাড়িতে তল্লাশি চালিয়েছিল কলকাতা পুলিশ। সেখান থেকে ৬৫ লাখ টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকেও। বুধবারই শান্তিপ্রসাদ সিনহার বেনামি একটি ফ্ল্যাট থেকে ৫০ লাখ টাকা উদ্ধার করেছিল CBI। একইসঙ্গে উদ্ধার হয় বিপুল সোনাও। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শহরে টাকা উদ্ধারের ঘটনায় ছড়াল তীব্র চাঞ্চল্য।

ঠিক কী অভিযোগ উঠেছে?
জানা যাচ্ছে, ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারকরা বিনিয়োগের টোপ দিচ্ছিল। বিনিয়োগের নামে কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। ঘটনায় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে জমা পড়ে অভিযোগ। এরই ভিত্তিতে শুরু হয় তদন্তও।

Shanti Prasad Sinha SSC Scam : অর্পিতার পর এবার শান্তিপ্রসাদের বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা ও সোনা
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ১১টি আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো হয়েছিল। সেখান থেকে অন্য কয়েকটি আসনে সেই টাকা পাঠানো হয়েছিল। এরপর ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেই টাকা তুলে নেওয়া হয়েছিল। এই ঘটনার তদন্তে নেমে গত বছর ১৮ নভেম্বর সঞ্জয় বিশ্বাস, রাজেশ তুঙ্গার, বিবেক তুঙ্গার, যুবরাজ আগরওয়ালকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে একাধিক নয়া তথ্য উঠে এসেছিল।

গত ১ মার্চ এই ঘটনায় ২৭ ক্রিস্টোফার রোডে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই ওয়াজিদ আলিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, তল্লাশিতে একাধিক গ্যাজেটস উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬৫ লাখ টাকা। কী ভাবে এই টাকা এল? ওই ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে একাধিক তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Kolkata Money Recovery : পার্ক স্ট্রিটে গাড়িতে উদ্ধার ৫০ লাখ টাকা, পুলিশের জালে ১
প্রসঙ্গত, বুধবারই SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার একটি বেনামি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করেছে CBI।
অতীতে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে অভিনেত্রী তথা মডেল অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে অভিযান চালায় তদন্তকারীরা। সেখানে থেকে কোটি কোটি টাকা উদ্ধার করে ED। ঘটনায় গ্রেফতার করা হয় অর্পিতাকে। আপাতত সংশোধনাগারে রয়েছেন তিনি।

Kolkata Cash Recovered : বালিগঞ্জের পর গড়িয়াহাট! STF-র অভিযানে গাড়ি থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা
অর্পিতার ফ্ল্যাটে কোথা থেকে এল এত বিপুল পরিমাণ টাকা? সেই নিয়ে উঠেছিল প্রশ্ন। যদিও সংবাদ মাধ্যমের সামনে এসে তিনি দাবি করেছিলেন, এই অর্থ তাঁর নয়। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *