Adhir on Sagardighi By Poll Result: মমতা বন্দ্যোপাধ্যায় যে অপরাজিত নন, সেই বার্তা দিল সাগরদিঘি: অধীর – adhir ranjan chowdhury on congress lead at sagardighi by election


Sagardighi By Election Result: ভোট গণনা শুরু হতে না হতেই উলটপুরাণ। শুরু থেকেই এগিয়ে কংগ্রেস প্রার্থী। এককালে অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury ) গড় বলে পরিচিত মুর্শিদাবাদে ফের হাতের জয়জয়কার। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর এগিয়ে থাকার খবরে উচ্ছ্বসিত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

বাইরন বিশ্বাস (Bayron Biswas) মুখ হলেও, সাগরদিঘির বিধানসভা উপনির্বাচন আসলে অধীর রঞ্জন চৌধুরীর প্রেস্টিজ ফাইট। শুরু থেকেই নিজের দলের এগিয়ে থাকার খবরে উচ্ছ্বসিত অধীর বলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায়কে যে অপরাজিত নন, তাঁকে হারানো যায় সেই বার্তা দিল সাগরদিঘি। ওদের হাতে পুলিশ, ওদের হাতে মস্তান, ওদের হাতে টাকা, ওদের হাতে ছিল সব। সেখানে লড়তে নেমে আমাদের হাতে ছিল শুধুমাত্র মানুষের আর্শীবাদ ও দোয়া।”

আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *