Adhir Ranjan Chowdhury : বাবা ছিলেন প্রণবের প্রিয়পাত্র, সাগরদিঘিতে অধীরের ছকে খেলে বাজিমাত বাইরনের – sagardighi by election result congress candidate bayron biswas wins is adhir ranjan chowdhury behind his winning


দেবদীপ চক্রবর্তী| এই সময় ডিজিটাল
Sagardighi By Election News : খেলা ঘুরিয়েই ছাড়লেন তিনি। মুর্শিদাবাদের সুখা মাটিতে অনেক কষ্টে ফুল ফুটিয়েছিল তৃণমূল। ২০১১ থেকে যে সাগরদিঘি আসনে শাসকদল মাথা গলাতে দেয়নি বিরোধীদের, সেই মাটিতেই হাত চিহ্নের ব্যাটন পুঁতে চমকে দিলেন রাজনীতিতে সদ্য অঙ্কুরিত বাইরন বিশ্বাস।

Sagardighi By Poll Election: সাগরদিঘিতে বাজিমাত কংগ্রেসের, মুর্শিদাবাদে ‘লক্ষ্মীছাড়া’ তৃণমূল
তবে জেলার অনেকেই বলছেন, নেপথ্য নায়ক কিন্তু সেই প্রদেশ কংগ্রেস ‘ক্যাপ্টেন’ অধীর রঞ্জন চৌধুরীই। পর্দার আড়ালে কিস্তিমাত দিয়েছেন তিনিই। বিধানসভা কক্ষে দেশের প্রাচীনতম দলের জন্য এবার একটি চেয়ার ছাড়া থাকবে তাঁর দৌলতেই। সে কারণে জিতেই বাইরনের অকপট স্বীকারোক্তি, “এটা জনগণের জয়, অধীর চৌধুরীর জয় !”

Sagardighi By Election Result: সাগরদিঘিতে ঘুরছে খেলা? তৃণমূলের ঘাঁটিতে এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী
তৃণমূলের পালটা চালেই লক্ষ্যপূরণ ?
‘অধীর’ গড় মুর্শিদাবাদে দীর্ঘদিন ধরেই আসন বের করতে ল্যাজেগোবরে হতে হয়েছে তৃণমূলক কংগ্রেসকে। হাল ধরেন স্বয়ং তৃণমূল নেত্রী। ছুঁচ হয়ে ঢোকার ব্লু প্রিন্ট তৈরি হয়। গোটা জেলা জুড়ে একগুচ্ছ বিড়ি শিল্পের রমরমা ব্যবসা। প্রভাবশালী এই সমস্ত বিড়ি কোম্পানির মালিকদের অধীনে কাজ করে জেলার হাজার, হাজার শ্রমিকরা। এখানেই ভোটব্যাঙ্কের গন্ধ পায় তৃণমূল।

Adhir on Sagardighi By Poll Result: মমতা অপরাজেয় নন, বার্তা দিল সাগরদিঘি: অধীর
ঠিক হয়, বিড়ি ব্যবসায়ী, শিল্পোদ্যোগীদের নামানো হবে মাঠে। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন থেকে শুরু করে সাংসদ খালিলুর রহমান, বিধায়ক ঈমানি বিশ্বাস। এদের দৌলতেই ঘাসফুলের বাগান তৈরি হতে শুরু করে মুর্শিদাবাদেও। শত্রু শিবিরে ‘গজ’ দিয়ে কোনাকুনি আক্রমণে সাফল্য পায় তৃণমূল। ঠিক সেই চালেই কিস্তিমাত করে দেখালেন বাইরন বিশ্বাস থুড়ি অধীর রঞ্জন চৌধুরী।

অধীরের ইচ্ছাতেই বাইরন ময়দানে
সামশেরগঞ্জের বিশিষ্ট শিল্পোদ্যোগী ও ‘জিৎ’ বিড়ি কোম্পানির প্রতিষ্ঠাতা বাবর আলি বিশ্বাসের পুত্র বাইরন বিশ্বাস। বাবর আলি বিশ্বাস কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রণব মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন দীর্ঘদিন। শিল্পোদ্যোগী হিসাবে সুখ্যাতি রয়েছে জেলায়। তেমনই ব্যবসায়িক কাজের মাঝেই দিনযাপন হয় ছেলে বাইরনেরও। বিড়ি কোম্পানি চালানোর পাশাপাশি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য জেলায় একটি প্রশিক্ষণ কেন্দ্রও শুরু করেছেন বাইরন।

Sagardighi By Election : ‘জোট প্রার্থীর সঙ্গে BJP-র কোনও আতাঁত নেই’, সাগরদিঘি উপনির্বাচন চলাকালীন কংগ্রেসের সঙ্গে সৌজন্য বিনিময়ে দিলীপ সাহা
রাজনীতি থেকে দূরত্ব ছিল অনেকটাই। সেক্ষেত্রে প্রার্থী হিসাবে গতবারের কংগ্রেস প্রার্থী হাসানুজ্জামান বা কংগ্রেস নেতা এবং ২০১৬ নির্বাচনের প্রার্থী আমিনুল ইসলামকে প্রার্থী করার কথা ভাসছিল হাওয়ায়। সবাইকে সরিয়ে বাইরন বিশ্বাসের উপরেই বিশ্বাস রাখেন অধীর। তাঁর অঙ্গুলি হেলনেই তৃণমূলের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্মুখ সমরের নামানো হয় বাইরন বিশ্বাসকে।

Sagardighi By Election: বুথে ঢুকে ‘দাদাগিরি’ দুই প্রার্থীর, সাগরদিঘির ভোটে অশান্তির অভিযোগ
স্বচ্ছ ভাবমূর্তিতে জোর
জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি, প্রথম থেকেই ‘স্বচ্ছ’ ভাবমূর্তির প্রার্থীকে দাঁড় করানোই লক্ষ্য ছিল কংগ্রেসের। দীর্ঘ এক দশক ধরে প্রয়াত তৃণমূল প্রার্থী সুব্রত সাহা আসনটি দখলে রাখলেও নিচু স্তরের তৃণমূলের দুর্নীতি জনরোষ তৈরি করছিল বলে দাবি কংগ্রেসের। সাগরদিঘির কংগ্রেস নেতা সিরাজুল শেখ বলেন, “সুব্রত সাহাকে শেষ করে দিয়েছে তৃণমূলের নিম্ন সারির নেতারাই।

Sagardighi By Election : রাত পোহালেই উপনির্বাচনের ফল, সাগরদিঘি নিয়ে কড়া ডুয়েল কংগ্রেস-তৃণমূলের
কাটমানি, তোলাবাজি, গোরু পাচার একাধিক অভিযোগ রয়েছে। পাশাপাশি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বীরভূমের অনুব্রত মণ্ডলের গ্রেফতারিও প্রভাব ফেলেছে মানুষের মনে। বাইরন বিশ্বাস এই জায়গাটাকে জীবাণুমুক্ত করলেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *