Cattle Smuggling Case : পুলিশ দেখেই দে দৌড়! ধাক্কা গোরু-সহ গাড়ির – cattle smuggling case in khardaha police impounded vehicle


এই সময়, খড়দহ: গোরু পাচারে চালাকি করতে গিয়েই কি ঘটে গেল বিপত্তি? পুলিশের নজরদারি এড়াতে ছোট প্রাইভেট গাড়িকে ব্যবহার করা হচ্ছিল গোরু নিয়ে যেতে। গাড়িটির পিছনের সিট তুলে ফেলে সেই জায়গায় মুখ এবং পা বেঁধে শুইয়ে রাখা হয়েছিল একটি গোরু। সন্দেহ হওয়ায় ট্র্যাফিক পুলিশ গাড়িটি আটকাতে গেলে বুধবার ভোরে ঘটে গেল দুর্ঘটনা।

Cattle Smuggling : তৃণমূলের পতাকা লাগানো স্যান্ট্রোতে গোরুপাচার? পুলিশ আটকাতেই গাড়ির স্পিড উঠল আরও বেশি, তারপর…
কলকাতার অদূরে সোদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিটি রোডের ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। গোরু-সহ গাড়িটিকে আটক করেছে খড়দহ থানার পুলিশ। কিন্তু চালক ও এক আরোহী পলাতক। আবার ওই গাড়ির ভিতরে শাসকদলের পতাকা থাকা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Agnimitra Paul : গাড়ি থামিয়ে গোরু বোঝাই ট্রাক আটকালেন অগ্নিমিত্রা, তুলকালাম কাণ্ড হুগলিতে
গোরু পাচার রুখতে সক্রিয় পুলিশের চোখে ধুলো দিতেই ছোট একটি প্রাইভেট গাড়িতে পাচারের চেষ্টা হচ্ছিল বলে অনুমান তদন্তকারীদের। সে কারণেই গাড়ির পিছনের সিট তুলে শুইয়ে রাখা হয়েছিল গোরুটিকে। সামনের দু’টি সিটে ছিলেন চালক ও আর এক জন। আর ছিল শাসকদলের পতাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরের দিকে কলকাতার দিক থেকে বিটি রোড ধরে আসছিল গাড়িটি।

Asansol Road Accident : আনন্দে মুহূর্তে বদলে গেল কান্নায়! আসানসোলে ভয়াবহ দুর্ঘটনার কবলে বরযাত্রী, তারপর…
সোদপুর ট্র্যাফিক মোড়ে দায়িত্বে থাকা পুলিশের সন্দেহ হয়। পুলিশকর্মীরা গাড়িটিকে থামানোর চেষ্টা করেন। পুলিশ দেখেই গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন চালক। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে কিছুটা দূরে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। পুলিশ পৌঁছনোর আগেই চম্পট দেন চালক ও আরোহী। পুলিশ গোরু-সহ গাড়িটিকে আটক করে। খড়দহ থানার পুলিশ জানিয়েছে, পলাতকদের খোঁজে তল্লাশি চলছে।

Sodepur Road Accident : সোদপুরের ব্যস্ত রাস্তায় একের পর এক পথচারীকে বাইকের ধাক্কা! মৃত ১, জখম ৫
এ দিকে গাড়ির ভিতরে তৃণমূলের পতাকা থাকা নিয়ে বিজেপি নেতা কিশোর করের তোপ, ‘গোরু পাচার করা তৃণমূলের সংস্কৃতি। পুলিশের উচিত কড়া পদক্ষেপ করা।’ খড়দহ যুব তৃণমূল সভাপতি দিব্যেন্দু চৌধুরীর দাবি, ‘গাড়ির সামনে তৃণমূলের পতাকা লাগিয়ে দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বিরোধীরাই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *