Didir Doot : আবাস যোজনায় ঘর থেকে বার্ধক্য ভাতার দাবি, দিদির দূতকে সামনে পেয়েই ফের বিক্ষোভ গ্রামবাসীদের – north 24 parganas basirhat villagers protested in didir doot campaign


North 24 Parganas News : ফের ‘দিদির দূত’ (Didir Doot) কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের তুমুল বিক্ষোভের সম্মুখীন হলেন তৃণমূলের বিধায়ক। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বসিরহাটের স্বরূপনগর তেঁপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের সুভাষ নগরে দিদির দূত কর্মসূচিতে যান স্বরূপনগরের বিধায়ক বিনা মন্ডল। তাঁকে দেখা মাত্রই গ্রামবাসীরা আবাস যোজনা ঘর (Pradhan Mantri Awas Yojana), বার্ধক্য ভাতা, রাস্তা ঠিক মতো পারছে না এই নিয়ে ক্ষোভ উগরে দেন।

Didir Suraksha Kavach: ‘আর কত খাবে?’ প্রকাশ্যেই নিজের দলের প্রধানকে কাটমানি নিয়ে হুঁশিয়ারি বিধায়কের
সেইগুলো বিধায়কের প্রতিনিধি খাতা কলমে লিপিবদ্ধ করেন। এছাড়াও গত দু’বছর ধরে তেঁপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের একটি শববাহী গাড়ি ও অ্যাম্বুল্যান্স বন্ধ রয়েছে সেগুলো নষ্ট হচ্ছে অথচ মানুষ পরিষেবা পান না, সেই নিয়েও গ্রামবাসীরা প্রশ্ন তোলেন। এরই পাশাপাশি এলাকায় জেগে উঠেছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বও।

Satabdi Roy : আবাস যোজনা থেকে বার্ধক্য ভাতার দাবি, ফের বিক্ষোভের মুখে ‘দিদির দূত’ শতাব্দী
এই বিষয়ে স্বরূপনগর পশ্চিম ব্লকের তৃণমূল সভাপতি অলোক মন্ডল বলেন, “তেঁপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃপ্তি মন্ডল, উপপ্রধান নারায়ণ চন্দ্র কর দায়িত্বে থাকাকালীন কোনও মানুষ পরিষেবা পাবেন না। যেখানে মুখ্যমন্ত্রী ৬৮ টা প্রকল্প মানুষের জন্য দিচ্ছেন সেইগুলো কেন মানুষ পাবে না? এখানকার পঞ্চায়েত ও স্বরূপনগর পশ্চিম ব্লকের মধ্যে সমন্বয়ের অভাব আছে।

Shatabdi Roy : ‘শুধু নেতাদের পকেট ভারী হচ্ছে’, বীরভূমে ফের বিক্ষোভের মুখে শতাব্দী
তাঁরা দলের কথা শুনছেন না। তাঁরা মানুষকে ঠিকঠাক পরিষেবা দিচ্ছেন না। আমরা পুরো বিষয়টা দলের উচ্চ নেতৃত্বের কাছে জানাবো”। পাশাপাশি তেঁপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃপ্তি মন্ডলকে সঙ্গে নিয়ে উপপ্রধান নারায়ণ চন্দ্র কর বলেন, “এই পঞ্চায়েতের গ্রামে গ্রামে দিদির দূত কর্মসূচি হচ্ছে, কিন্তু আমাদেরকে ডাকা হয়নি।

Narayan Goswami : ‘দিদির দূত’ কর্মসূচিতে হরিনাম সংকীর্তন, রাস্তা নিয়ে ক্ষোভ সামলে সম্প্রীতির বার্তা তৃণমূল বিধায়কের
আমরা তো আলাদাভাবেই দিদির দূত কর্মসূচি পালন করছি”। বিধায়কের কর্মসূচিতে ডাক না পাওয়া নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় তাঁকে। পাশাপাশি গ্রামবাসীদের পরিষেবা না দেওয়ার অভিযোগ তিনি উড়িয়ে দিয়েছেন।

TMC Conflict : ফের প্রকট তৃণমূলের দলীয় কোন্দল, কর্মীদের হাতেই মার খেলেন উপপ্রধান!
এদিকে প্রধান উপপ্রধান আলাদাভাবে দিদির দূত কর্মসূচি পাশের মেদিয়া গ্রামে করছেন, পাশাপাশি অন্য গ্রাম সুভাষ নগরে বিধায়ক বিনা মন্ডল স্বরূপনগরের পশ্চিম ব্লকের সভাপতি অলোক মন্ডল সহ দলের নির্দেশ মেনে দিদির দূত কর্মসূচি করছেন। আর সেখানেই গ্রামবাসীরা একাধিক দাবি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।
Asit Mazumdar : ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে তুলকালাম, বিধায়কের উপস্থিতিতে বচসা গড়াল হাতাহাতিতে!
এই বিষয়ে বিধায়ক বিনা মন্ডল বলেন, “আমরা গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনেছি, লিপিবদ্ধ করেছি। সেইগুলো যাতে গ্রামবাসীরা পরিষেবা হিসেবে পায় তা দেখব। তাদের এই সমস্যা খুব দ্রুত এই সমাধান করা হবে। আমরা মানুষকে পরিষেবার দেওয়ার জন্য গ্রামে গ্রামে ঘুরছি”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *