Income Tax Raid : সুপারি ব্যবসা করে ৩২ কোটি আয়কর ফাঁকির অভিযোগ! হুগলিতে আয়কর হানা – income tax department raided in hooghly trinamool congress leader house


West Bengal News: গুজরাটে সুপারি ব্যবসা করে ৩২ কোটি টাকা আয়কর ফাঁকি দিয়েছেন মনে করে এক কৃষকের ঘরে হানা দিলেন আয়কর দফতরের কর্মীরা। দীর্ঘক্ষণ জেরা ও তল্লাশি করে কোনও কিছু না পেয়েছে সেখান থেকে চলে গিয়েছেন আয়কর আধিকারিকরা। ওই কৃষককে ফাঁসানোর উদ্দেশে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে মনে করছেন আয়কর দফতরের আধিকারিকরা।

হুগলি জেলারর পুরশুড়া ব্লকের রসুলপুরে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রসুলপুরের বাসিন্দা অসিত হাজারি মানি মার্কেটে কাজ করত। সেই সময় তাঁর আধার কার্ডসহ পরিচয়পত্র জাল করে কেউ হয়তো গুজরাটের সুপারি ব্যবসায় আয়কর ফাঁকি দিয়ে থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে দাবি করা হয়েছে।

ED Raid In Kolkata: কলকাতায় ফের ED তল্লাশি, নজরে ক্রিপ্টো কারেন্সি ‘দুর্নীতি’?
আয়কর দফতরের আধিকারিকরা মুখে কোনও কথা না বললেও মুখ খুলেছেন অসিত। তাঁর দাবি আধিকারিকরা তাঁকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে গিয়েছেন। এমনকী তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই বলেও জানিয়েছেন ওই ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন আয়কর দপ্তরের পাঁচ আধিকারিকের একটি দল পুরশুড়ার রসুলপুরে অসিতের বাড়িতে হানা দেয়। কোটি কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগে হানা দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে অসিতের প্রতিবেশীদের মনে হয়েছিল, এই হানার সঙ্গে চিটফান্ড মামলার যোগ রয়েছে।

Dilip Ghosh : ‘…বাকিদের আর উৎসব করার সুযোগ থাকবে না’, ভোটের ফল নিয়ে মন্তব্য দিলীপের
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চিটফান্ডের রমরমার সময় অসিত অনেকের থেকে টাকা নিলেও তা ফেরত দেননি। তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত হলেও চাষবাস তাঁর পেশা বলে জানিয়েছেন স্থানীয়রা।

আয়কর দফতরের হানা প্রসঙ্গে এদিন অসিত বলেন, “আয়কর দফতর বলে আজ সকালেই আমার বাড়িতে হানা দেয় কয়েকজন। তাঁদের দাবি ছিল, আমি আয়কর ফাঁকি দিয়েছিল। টাকার অঙ্ক শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। গুজরাটে সুপারির ব্যবসা করে আমি ৩২ কোটি টাকা আয়কর ফাঁকি দিয়েছি। যা নথি চেয়েছিল সব তাঁদের হাতে তুলে দি। পরে তাঁরা এখান থেকে চলে যান। আমি কোনও দিন সুপারি ব্যবসার সঙ্গে যুক্ত নই। আমাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে গিয়েছেন ওনারা।”

Nadia News : তৃণমূল নেতার এক ফোনে মিলবে ডেথ সার্টিফিকেট! কিশোরী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ
চিটফান্ড নিয়ে এলাকাবাসীর অভিযোগ প্রসঙ্গে অসিত বলেন, “তখন আমি বেকার ছিলাম বলে মানি মার্কেটে কাজ করেছি। ওই কোম্পানি গুলির কোনও দুর্নীতি ছিল বলে আমি জানতাম না। বিষয়টা এখন আদালতে বিচারাধীন রয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *