Ispat Express Fire : হাওড়া ফেরার পথে বিপত্তি ইস্পাত এক্সপ্রেসে, ‘আগুন আতঙ্ক’-এ যাত্রীদের ছোটাছুটি – ispat express passengers feared after mobile power bank blast inside boggy


ইস্পাত এক্সপ্রেসের (Ispat Express) ঘটনায় অগ্নিকাণ্ডের আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার টিটলাগড় থেকে হাওড়গামী ইস্পাত এক্সপ্রেসে আগুন লাগার আশঙ্কায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এদিন বিকেলে ট্রেনে ডি-৭ কামরা হঠাৎ করে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

রেল সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম থেকে খড়গপুর স্টেশনে যাওয়ার পথে বাঁশতলা স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে ওই কামরায় থাকা এক যাত্রী মোবাইল চার্জে বসিয়েছিলেন। পাওয়ার ব্যাঙ্ক থেকে মোবাইলটি চার্জ হওয়ার সময় তাতে বিস্ফোরণ ঘটে।

Kamrup Express: খুলল ২ বগির সংযোগকারী পিন, জলপাইগুড়িতে বরাতজোরে রক্ষা কামরূপ এক্সপ্রেসের
পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণের আওয়াজ অন্যান্য কামরা ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের আওয়াজে সেখানকার যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনার সময় ট্রেনটি ঝাড়গ্রাম ও সরডিহা স্টেশনের মাঝে ছিল। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তেই বাঁশতলা স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে রেল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। জানা যায় চার্জার বিস্ফোরণে ট্রেনটি থেকে সামান্য আগুনের ফুলকি বের হতে দেখা গিয়েছিল। ট্রেনেটিকে দাঁড় করিয়ে পরীক্ষা করেন রেলে আধিকারিকরা। ট্রেনটি পরীক্ষা করে কোথাও কোনও আগুনের হদিশ পাওয়া যায়নি। প্রায় ২০ মিনিটেরও বেশি ট্রেনটি সেখনে দাঁড়িয়েছিল। রেলের তরফে যাত্রীদের আশ্বস্ত করা হয়। তারপরই যাত্রীদের ট্রেনে তুলিয়ে রওনা করে দেওয়া হয়।

Minakshi Mukherjee : সংরক্ষিত কামরায় ভিড়ভাট্টা! ভিডিয়ো পোস্ট করে অভিযোগ মীনাক্ষীর
রেল সূত্রে জানা গিয়েছে, পাওয়ার ব্যাঙ্কে বিস্ফোরণ ঘটনা ঘটলেও কোনও বড় ধরনের ঘটনা ঘটেনি। তবে এই যাত্রীরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ট্রেনের এক যাত্রী বলেন, “আমর পাশের বগিতে জোরাল একটি শব্দ শুনতে পেয়েছিলাম। ভেবেছিলাম কোনও বড় ঘটনা ঘটেছে। ভগবানকে অশেষ ধন্যবাদ যে আমরা সুরক্ষিত রয়েছি।”

উল্লেখ্য, সম্প্রতি বড়সড় দুর্ঘটনাক মুখে পড়েছিল দক্ষিণপূর্ব রেলের আপ হাওড়া-আমতা লোকাল। ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রক্ষায় পায় ট্রেনটি। ব্যস্ত সময়ে যাত্রী বোঝাই অবস্থায় লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের তিনটি বডি। হাওড়ার জগৎবল্লভপুরে যাদববাটিতে এই ঘটনাটি ঘটেছে। বেলা সাড়ে ১২ টা নাগাদ এই ঘটনাটি ঘটেছিল। যাত্রীদের মধ্যে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Howrah Amta Local: বড়সড় দুর্ঘটনার মুখে হাওড়া-আমতা লোকাল, ট্রেন বেলাইন হয়ে জখম একাধিক
রেলওয়ে সূত্রে জানা গিয়েছিল দুর্ঘটনার সময় লোকাল ট্রেনটির গতি কম থাকার কারণে কোনও বড় ধরনের বিপদ ঘটেনি। লোকাল ট্রেন বেলাইন হওয়ার ঘটনায় ৩ জন যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। কিন্তু রেলের তরফে এমন কোনও ঘোষণা করা হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *