Kunal Ghosh : ‘ওঁনার জন্য আলোর মুখ দেখেছি …’, কুণালের সুস্থতা কামনায় হলদিয়ায় মহাযজ্ঞ – haldia villagers arranged special worship for speedy recovery of kunal ghosh


Purba Medinipur News : স্বাধীনতার কয়েক দশক পেরিয়ে যাওয়ার পরেও কয়েকদিন আগে পর্যন্ত হলদিয়ার (Haldia) মতন শহরের দুটি গ্রামে ছিল না বিদ্যুতের আলো। এই অবস্থা চোখ এড়িয়ে যায়নি তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার দায়িত্বে থাকা রাজ্য সাধারন সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। স্থানীয়দের অনুরোধে গ্রাম ঘুরে দেখে নিজেও অবাক হয়ে যান।

Kunal Ghosh News : ফুটবল খেলতে গিয়ে পা ভাঙল কুণাল ঘোষের, বুধবার অস্ত্রোপচার
এরপর নিজ উদ্যোগে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে কথা বলেন। শেষ পর্যন্ত সমস্ত জটিলতা কাটিয়ে বিদ্যুৎ পায় হলদিয়া পুরসভার দুই গ্রাম বিষ্ণুরামচক ও সৌতনপুর। গ্রামের মানুষ কুনাল ঘোষের এই অবদান ভুলে যাননি। এদিকে, গত ২৫ শে ফেব্রুয়ারি কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে ফুটবল খেলায় অংশগ্রহন করে পায়ে চোট লেগে গুরুতর আহত হন কুনাল ঘোষ।

Kunal Ghosh Health Update: অপারেশন থিয়েটার থেকেই ছবি, সফল কুণালের অস্ত্রোপচার
তাই এবার তাঁর সুস্থতা কামনা করে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বিষ্ণুরামচকে করা হয় মহাযজ্ঞ। গত বুধবার কুনালের পায়ের অপারেশন করা হয়। তাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করে পূজার্চনা করা হয় হলদিয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বিষ্ণুরামচকে। স্বাধীনতার পর প্রথমবার বিদ্যুৎ পরিষেবা পৌঁছনোর পর থেকেই এই এলাকার মানুষদের কাছে প্রিয়জন হয়ে উঠেছেন কুণাল ঘোষ।

Kunal Ghosh Health Update: ফুটবল খেলতে গিয়ে বিপত্তি, ভাঙা পায়ে জটিল অস্ত্রোপচার কুণালের
তাই তাঁর সুস্থতা কামনায় প্রার্থনা করলেন এলাকার মানুষেরা। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে দলীয় কর্মসূচিতে হলদিয়ায় গিয়েছিলেন কুনাল। ২৭ নম্বর ওয়ার্ডের বিদ্যুৎবিহীন দুই গ্রাম বিষ্ণুরামচক এবং সৌতনপুরে গিয়ে অবাক হয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর‌ প্রায় প্রত্যেকটি গ্রামের ঘরে পৌঁছে গিয়েছে বিদ্যুৎ এবং জল।

Purba Medinipur News : হয়নি রাস্তা, শুধুই প্রতিশ্রুতির বন্যা! ভোট বয়কটের ডাক মহিষাদলের গ্রামে
সেখানে ব্যতিক্রম হলদিয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বিষ্ণুরামচক এবং সৌতনপুর গ্রাম। এখানে স্বাধীনতার পর থেকে এখনও পৌঁছয়নি বিদ্যুৎ। আর তা দেখেই অবাক হয়ে পড়েন কুণাল ঘোষ। রাজ্যের প্রতিটি কোণায় যখন উন্নয়ন পৌঁছে যাচ্ছে সেখানে‌ এখনও হ্যারিকেনের আলোয় দিনযাপন করতে হচ্ছে বন্দরশহরের বাসিন্দাদের!

Satabdi Roy : আবাস যোজনা থেকে বার্ধক্য ভাতার দাবি, ফের বিক্ষোভের মুখে ‘দিদির দূত’ শতাব্দী
তারপরের ঘটনা এই গ্রাম দুটির বাসিন্দাদের জন্য ইতিহাস। এই বিষয়ে গ্রামের এক বাসিন্দা জানান, “কুনালবাবুর জন্যই আজ আমরা আলোর মুখ দেখেছি। নাহলে আমাদের জীবনে ছিল শুধুই অন্ধকার। উনি আমাদের কাছে ভগবানের চেয়ে কিছু কম নন। আজ উনি অসুস্থ। পায়ে চোট লেগেছে। এই অবস্থায় আমরা মুখ ফিরিয়ে থাকতে পারিনা।

TMC Conflict : ফের প্রকট তৃণমূলের দলীয় কোন্দল, কর্মীদের হাতেই মার খেলেন উপপ্রধান!
তাই নিজেদের সাধ্য মতন পুজো ও যজ্ঞ করে ওনার সুস্থতা কামনা করলাম। সুস্থ হয়ে উনি আবার আমাদের গ্রামে আসুন, এটাই চাই”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *