Madhyamik Exam: ‘অঙ্ক পরীক্ষায় প্রশ্ন কঠিন’, ফেলের আশঙ্কায় কান্নায় গড়াগড়ি মাধ্যমিক পরীক্ষার্থীদের – madhyamik examines complained that maths question paper was too tough to solve


Madhyamik Math Question Paper: ‘দাদা অঙ্ক কী কঠিন…’ চন্দ্রবিন্দু বিখ্যাত গান নাকি হাড়ে হাড়ে টের পাচ্ছেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। মাধ্যমিকে এবছরের অঙ্কের প্রশ্ন (Madhyamik Maths Exam) সাংঘাতিক কঠিন হয়েছে বলে দাবি পরীক্ষার্থীদের। পরীক্ষা হল থেকে বেরিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন পরীক্ষার্থীরা। এমনই অবস্থা মাধ্যমিকে ফেল করার ভয়ে রীতিমতো কাঁদতে থাকেন পড়ুয়ারা। পরীক্ষা শেষে নিউ বারাকপুর প্রথম সারির মেয়েদের স্কুল কলোনী গার্লসের বাইরের দৃশ্যে রীতিমতো চাঞ্চল্য।

একই অবস্থা নিউ ব্যারাকপুর মাসুন্দা বালিকা বিদ্যালয়ের সামনেও। বৃহস্পতিবার মাধ্যমিক গণিত পরীক্ষা প্রশ্ন পত্র ভীষণ খারাপ হওয়ায় নিউ ব্যারাকপুর মাসুন্দা বালিকা বিদ্যালয়ের সামনে বিশৃঙ্খলা তৈরি হয়। স্কুলের সামনে পরীক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে।

Mamata Banerjee Madhyamik Exam : ইতিহাস পরীক্ষার আগে ‘প্রিয় দিদির’ আশীর্বাদ, আপ্লুত ছাত্রীরা
স্কুলের সামনে ক্ষোভ উগরে দিলেন পড়ুয়া থেকে অভিভাবকরাও। মাধ্যমিকের আজ বৃহস্পতিবার ছিল অঙ্ক পরীক্ষা। জীবনের প্রথম পরীক্ষার ষষ্ঠ দিনে অঙ্ক প্রশ্ন পত্র ভীষণ কঠিন হয়েছে। অনেকেই সঠিকভাবে পুরো উত্তর দিতে ও পারেনি। অঙ্কের গ্রাফ পেপার সঠিকভাবে দেওয়া হয়নি বলে দাবি পড়ুয়াদের।

বাংলা ইংরেজি পর অঙ্ক পরীক্ষার প্রশ্ন পত্র রীতিমতো ভীষণ কঠিন অভিযোগ পরীক্ষার্থীদের। একদমই কমন নেই, অনেকেই পুরো নম্বর উত্তর লিখতেও পারেনি। পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরিয়ে তাই পরীক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে। আবার কেউ ফেলের আশঙ্কায় এতটাই অসুস্থ হয়ে পড়ে যে হাসপাতালে ভর্তি করতে হয়। আবার কেউ রাস্তায় লুটিয়ে পড়ে কাঁদতে থাকে।

Madhyamik Exam 2023 : জীবন বিজ্ঞানের বদলে ইতিহাস প্রশ্ন! তপনের স্কুলে মাধ্যমিকের চতুর্থ দিনে শোরগোল

প্রশ্ন পত্র কঠিন হওয়ার জন্য পুরো উত্তর পত্র লিখতে পারেনি অধিকাংশ পড়ুয়ারা বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে নিউ বারাকপুর মাসুন্দা উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে। পরীক্ষা কেন্দ্র থেকে একটু দূরে থানার সামনেই চলছে এই কাণ্ড। রীতিমতো চিৎকার চেঁচামেচি থেকে শোরগোল পড়ুয়া থেকে অভিভাবকদেরও।

Madhyamik Examination 2023 : মাধ্যমিক চলাকালীন মালদায় অসুস্থ ২ পরীক্ষার্থী, হাসপাতালেই পরীক্ষা ব্যবস্থা করল স্কুল

সন্তানের খারাপ ফলের আশায় অভিভাবকরাও কান্নায় ভেঙে পড়ে। মেয়ের অঙ্ক পরীক্ষা ভালো না হওয়ায় এক পরীক্ষার্থী রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়ে যায়। তাকে ধরাধরি করে চোখে মুখে জল দিয়ে সুস্থ করে তোলেন পড়শিরা।

বৃহস্পতিবার অঙ্ক পরীক্ষা শেষ হতেই রীতিমতো ধুন্ধুমার অবস্থা নিউ বারাকপুরে। এই ছাত্রীরা সকলেই কলোনী গার্লস হাইস্কুলের পরীক্ষার্থী। বিক্ষোভ অভিভাবক দেরও। চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শোরগোলে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র খুব কঠিন দাবী তোলায় শোরগোল পড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *