Mayapur ISKCON : উৎসবের মেজাজ মায়াপুর ইসকনে, মহাপ্রভুর আবির্ভাব তিথিতে ভক্ত সমাগম – mayapur iskcon chaitanya mahaprabhu 537th advent tithi celebrating by devotees


Nabadwip Mayapur : শ্রী চৈতন্য মহাপ্রভুর ৫৩৭ তম আবির্ভাব তিথি উপলক্ষে ইসকন মায়াপুর চন্দ্রদয় মন্দির থেকে শুরু হয়েছিল নবদ্বীপ (Nabadwip) মন্ডল পরিক্রমা। আজ সমাপ্ত হল সেই নবদ্বীপ মন্ডল পরিক্রমা। গত ২৩শে ফেব্রুয়ারি থেকে ৭টি দলে বিভক্ত হয়ে নবদ্বীপের ৯টি দ্বীপে শুরু হয়েছিল দেশি ও বিদেশি ভক্তদের সমন্বয়ে পরিক্রমা।

Nadia News : চৈতন্যভূমে পরিক্রমায় বেরিয়ে বিপত্তি, ক্ষিপ্ত কুকুরের কামড়ে আহত বৈষ্ণব ভক্তেরা
বৃহস্পতিবার সকালে সমস্ত পরিক্রমা একত্রিত হয়ে মিলিত হয় মায়াপুর ইসকন মন্দিরে (Mayapur ISKCON Temple)। এই বছর প্রায় ১০০টি দেশের ৫ হাজার বিদেশিভক্ত সহ হাজার হাজার দেশীয় ভক্তের সমাগম ঘটেছে গৌড় পূর্ণিমা উৎসব উপলক্ষে। আগামী ৭ই মার্চ দোলের দিন মহাপ্রভুর জন্মের সন্ধিক্ষণে হবে বিগ্রহের মহা অভিষেক অনুষ্ঠান।

Ramkrishna Dev Birthday Belur Math : ৫০ হাজার ভক্তের পাতে পড়বে ভোগ, রামকৃষ্ণের জন্মমহোৎসবে বিশেষ আয়োজন বেলুড়ে
এই বিষয়ে ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, “সামনেই দোল পূর্ণিমা , আর এই দোল পূর্ণিমা নিয়ে নদিয়াবাসীর আগ্রহের শেষ নেই। শ্রীচৈতন্যের জন্মভূমি শ্রীধাম নবদ্বীপ ও মায়াপুরে দোল উৎসব পালন করতে আসেন গোটা দেশ-বিদেশের একাধিক মানুষজন। ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরের পক্ষ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর ৫৩৭ তম জন্মতিথি উপলক্ষে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Visva Bharati Basanta Utsav:’বসন্ত উৎসবের নামে চলত তাণ্ডব’, বিস্ফোরক মন্তব্য বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর
এই অনুষ্ঠানগুলির মধ্যে বিশেষ উল্লেখ্য বৈষ্ণব সন্মেলন, নবদ্বীপ মন্ডল পরিক্রমা, বিশ্বশান্তি যোগ্য নৌকা বিহার, শোভাযাত্রা, বিভিন্ন ভাষায় ভাগবত পাঠ, একাধিক সেমিনার, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তবৃন্দের দাঁড়া বিভিন্ন ভাষায় ভজন কীর্তন, বিভিন্ন নাটক, সঙ্গীত”। তিনি আরও বলেন, “অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে এই মন্ডল পরিক্রমা শেষ হয়েছে।

Holi 2023: রং নয়, শ্মশানের ছাই দিয়ে হোলি খেলা হয় এখানে! কারণ জানলে চমকে যাবেন
গতকাল শুধু একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল। মন্ডল পরিক্রমা দলকে কিছু ক্ষিপ্ত কুকুর আক্রমন করে। কয়েকজন আহত হন। কিন্তু সবাই এই মুহূর্তে ভালো আছেন”। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্যই রয়েছে মন্দিরে ঢোকার প্রবেশাধিকার। দূর দূরান্ত থেকে আসা সমস্ত ভক্তদের নিরাপত্তার দিকেও যথেষ্ট নজরদারি রাখা হয়েছে।

Chaitanya Mahaprabhu: চৈতন্য মহাপ্রভু-রূপে কি সত্যিই আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণ? রহস্য লুকিয়ে পুরাণে
দোল পূর্ণিমার আগে থেকেই হাজার হাজার দর্শনার্থীর ভিড় করেন মায়াপুরে। মন্দিরের সূত্র মারফত জানা যায়, শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের দিনটিও যথাযোগ্য মর্যাদার সঙ্গেই পালন করা হবে। দোল পূর্ণিমায় সর্বত্রই চলে রং ও আবিরের খেলা।

Bank Holiday: এই মাসে 12 দিনই ব্যাঙ্কের ছুটি, কলকাতায় কোন কোন দিন বন্ধ থাকবে? জানুন
ইসকন মন্দিরে রং ও আবির খেলা হয় না। সেইদিন মন্দিরে চলে একাধিক উৎসব। সন্ধ্যায় শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব সময়ে দেওয়া হবে পুষ্পাঞ্জলী ও প্রার্থনা করা হবে বিশ্ব শান্তি ও বিশ্ব কল্যাণের জন্য।

Holi 2023: কোনও রং আনন্দ আনে, কোনও রং প্রেম! দোলের আগে জানুন কী বলে আপনার প্রিয় রং
গত দু’বছর করোনা অতিমারির কারণে সেই ভাবে পালন করা হয়নি দোল উৎসব। কিন্তু এবছর প্রকোপ কমাতে ইতিমধ্যেই দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে মায়াপুর ইসকন মন্দিরে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *