Nadia News : তৃণমূল নেতার এক ফোনের মিলবে ডেথ সার্টিফিকেট! কিশোরী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ – homeopathy doctor issues death certificate on the suggestion of trinamool leader in nadia


West Bengal News: জীবিত বা মৃত, তৃণমূল নেতার এক ফোনের বাড়ি বসে মিলবে ডেথ সার্টিফিকেট। কোনও কাঠখড় পোড়ানোর কোনও প্রয়োজন নেই। ১০০ থেকে ২০০ টাকা খরচ করলেই হবে মুস্কিল আসান। নদিয়া জেলায় ১৪ বছর বয়সী নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়ছে, ২৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত নৃসিংহপুর উত্তর কলোনি এলাকার বাসিন্দা শর্মিষ্ঠা রায় নামের এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করলেও পুলিশে কোনও খবর দেওয়া হয়নি।

Nadia News : সরকারি হাসপাতালে জোর করে স্বাভাবিক প্রসবের চেষ্টা? হাত ভাঙল সদ্যোজাতর, FIR দায়ের
হাসপাতাল থেকে নিয়ে এসে ডেথ সার্টিফিকেট ছাড়াই ওই নাবালিকার দেহ নৃসিংহপুর কালনা ঘাটের ঠিক পাশে একটি অবৈধ শ্মশানে দাহ করা হয়। পঞ্চায়েতের তরফে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অনুপস্থিতিতেই ওই নাবালিকার দেহ দাহ করা হয়েছিল। এই ঘটনা জানাজানি হতেই পরিবারের উপর চাপ তৈরি হয়।

চাপে পড়ে স্থানীয় এক হোমিওপ্যাথি চিকিৎসকের থেকে ডেথ সার্টিফিকেট জোগাড় করে পরিবার। এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে যাচাই না করে কোনও চিকিৎসক ডেথ সার্টিফিকেট দিতে পারে, এমনকী অস্বাভাবিক মৃত্যুতে ময়নাতদন্ত না করে কীভাবে মৃতদেহ ছেড়ে দিল শান্তিপুর হাসপাতাল, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Bardhaman Fake Doctor : ৪০০ টাকা ভিজিট! পর্দাফাঁস হতেই কেঁদে ভাসালেন বর্ধমানের ভুয়ো ডাক্তার
বিরোধীরা ওই চিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, এরপর কাউকে খুন করে, সহজেই ডেথ সার্টিফিকেট জোগাড় করে মৃতদেহ দাহ করে দিতে পারে দুষ্কৃতীরা। কীভাবে যাচাই না করে কোনও চিকিৎসক মেডিক্যাল সার্টিফিকেট দিতে পারে, সেই নিয়ে খোঁজখবর নিতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তত্ত্ব।

হোমিওপ্যাথি চিকিৎসক বাসুদেব বণিককে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য গোপাল মজুমদার তাঁকে ফোন করে ডেথ সার্টিফিকেট দেওয়ার কথা বলেছিল। সেই কারণে বিশ্বাসের উপর আমি সার্টিফিকেট দিয়েছি।”

Bardhaman Suicide Case : কোটি কোটির সম্পত্তির মালিক পরিবার, মা ও ২ মেয়ের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বর্ধমান শহরে
তিনিও আরও বলেন, “আগেও অনেকবার তৃণমূল নেতাদের ফোনে কোনও নথি না ছাড়াই ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছি। এটা না হলে এলাকায় ডাক্তারি করা যাবে না।” তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই চিকিৎসককে কখনও রোগী দেখতে দেখা যায়নি। তাঁর কাজই খুবর অল্প টাকায় ডেথ সার্টিফিকেট দেওয়া।

এই প্রসঙ্গে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান শোভা সরকারকে প্রশ্ন করলে তিনি বলেন, “ঘটনা আমার জানা নেই বিষয়টা আমি তদন্ত করে দেখছি, প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *