Partha Chatterjee : ‘তৃণমূল দলটাও কি এবার উঠে যাবে?’ জবাবে পার্থ বললেন… – ex education minister of west bengal partha chatterjee keep faith on trinamool congress


West Bengal News: নিয়োগ দুর্নীতি মামলায় এদিন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) আদালতে পেশ করা হয়েছিল। অন্যান্য দিনে তুলনায় আজকের দিনটা খানিক আলাদা। বৃহস্পতিবার সাগরদিঘি উপনির্বাচনের (Sagardighi By election) ফল প্রকাশের সময় শুরু থেকেই পিছিয়ে রয়েছে তৃণমূল। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের জয় প্রায় নিশ্চিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এদিন আদালত থেকে বেরনোর সময় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ছেঁকে ধরেন সাংবাদিকরা। তাঁর উদ্দেশে প্রশ্ন উড়ে আসে, ‘আপনি তো গেলেন, তৃণমূল দলটাও এবার যাবে?’ জবাবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, “তৃণমূল দল থাকার থাকবে, আরও বাড়বে।”

Shanti Prasad Sinha SSC Scam : অর্পিতার পর এবার শান্তিপ্রসাদের বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা ও সোনা
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি নগদ টাকা ও সোনার গয়না উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপরই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। ২০২২ সালের ২২ জুলাই থেকে জেলেই রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

গ্রেফতার হওয়ার কয়েকদিনের মধ্যে সাংবাদিক বৈঠক করে পার্থকে দল ও পদ থেকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, তাসত্ত্বের বিভিন্ন সময়ে তাঁকে দলে পাশে থাকতেই দেখা গিয়েছে।

Partha Chatterjee News: জঙ্গির ‘নেকনজর’, ছিঁচকে চোরের ফচকেমি! দুই জ্বালায় অতিষ্ট জেলবন্দি পার্থ
এমনকী একাধিকবার হাসপাতাল বা আদালত চত্বরে সাংবাদিকদের প্রশ্নের মুখে দলের হয়ে গলা ফাটিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। দল তাঁর দায় ঝেড়ে ফেললেও বারবার দল ও নেত্রীর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে পার্থকে। এদিন আরও একবার সেই ছবিই ধরা পড়ল।

নিয়োগ দুর্নীতি মামলায় প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী। সম্প্রতি জেলের মধ্যে ব্যায়াম করা ইচ্ছে প্রকাশ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। শারীরিক সুস্থতা ও চিকিৎসকদের পরামর্শেই জেলে ব্যায়াম করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। প্রাক্তন শিক্ষামন্ত্রীর ইচ্ছায় সম্মতি দিয়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষও।

TET Recruitment Scam : হাতিয়ার সুইসাইড নোটেই! নিয়োগ দুর্নীতি তদন্তের সঙ্গে জুড়ল লালগোলার চাকরিপ্রার্থীর আত্মহত্যার ঘটনা
জেলে মোটেও ভালো কাটছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীর। সম্প্রতি তাঁকে লক্ষ্য করে মল ভর্তি মগ ছুড়ে মারেন জেলবন্দি জঙ্গি মুসা। সেই সময় পড়ে গিয়ে খানিক চোটও পেয়েছিলেন পার্থ।

অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে জেলবন্দি স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে বুধবার হানা দেয় সিবিআই। বেনামি ফ্ল্যাটে হানা দিয়ে নগদ ৫০ লাখ টাকা ও দেড় কেজি সোনার গয়না উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *