Primary Teacher Recruitment : হাইকোর্টের রায়ে শিক্ষক পদে অসুস্থ মেয়ের বাবা – bardhaman primary teacher even after getting a job as a teacher he did not get a call for counselling


রূপক মজুমদার, বর্ধমান
প্রাথমিকে শিক্ষকের চাকরি পেয়েও কাউন্সেলিংয়ে ডাক পাননি কাটোয়ার বাঘটোনা গ্রামের বাসিন্দা অরবিন্দ মণ্ডল। বার বার পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের দপ্তরে এসেছেন। কিন্তু, সদুত্তর না পেয়ে ফিরতে হয়েছে তাঁকে। বাড়িতে বছর চারেকের মেয়ে হৃদযন্ত্রের অসুখে ভুগছে। অরবিন্দ ভেবেছিলেন, চাকরি পেলে মেয়ের চিকিৎসা করাতে পারবেন। কিন্তু তা না হওয়ায় কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের করেন তিনি।

Nadia Latest News: বসে বেতন ভোগ নয়! প্রাথমিকের ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেওয়া ৫১-র শিক্ষককে নতুন স্কুলে বদলি
দু’বছর মামলা চলার পর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানকে অবিলম্বে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২৮ ফেব্রুয়ারি চাকরির নিয়োগপত্র অরবিন্দ মণ্ডলের হাতে তুলে দেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য। বুধবার সেই নিয়োগপত্র নিয়ে মেঝিয়ারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজে যোগ দিয়েছেন অরবিন্দ।

Dakshin Dinajpur News : গ্রামে ঘুরছে ‘ছেলেধরা’! হু হু করে কমছে স্কুল পড়ুয়াদের উপস্থিতির হার
মধুসূদন বলেন, ‘কোথাও সমস্যা নিশ্চয়ই তৈরি হয়েছিল। যাই হোক, সব জটিলতা মিটে গিয়েছে। আদালতের নির্দেশ মেনে আমরা ওঁকে নিয়োগপত্র তুলে দিয়েছি। এক জন আদর্শ শিক্ষক হিসেবে মানুষ গড়ার কাজ করবেন উনি, ওঁর কাছে এটাই আমাদের চাহিদা।’

Primary School Teachers : উদ্বৃত্ত শিক্ষকদের ডাক পড়ল পর্ষদে
২০২১-এ প্রাথমিকে শিক্ষকের চাকরি পান অরবিন্দ। এর পরে কাউন্সেলিংয়ের প্রতীক্ষায় ছিলেন তিনি। কিন্তু, কেন ডাক পাচ্ছেন না তা জানতে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসে এসে কোনও সদুত্তর পাননি। এর পরে মামলা দায়ের হলে প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে আদালতকে জানানো হয়, অরবিন্দ মণ্ডল কাউন্সেলিংয়ের তারিখে আসেননি।

Calcutta High Court: মাধ্যমিকের দিনেই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে তলব হাইকোর্টের
তাই সেই সময়ে তাঁর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। সব তথ্য খতিয়ে দেখে হাইকোর্ট। এর পরে গত ১৭ ফেব্রুয়ারি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানকে বিচারপতি নির্দেশ দেন, অরবিন্দর সব নথি খতিয়ে দেখে মানবিক কারণে নিয়োগপত্র দেওয়া হোক।

Recruitment Scam : গ্রুপ ডি-র জন্য ১২ লাখ, প্রাথমিকের জন্য অগ্রিম ৫! ‘সৎ রঞ্জনের’ ‘রেট চার্ট’ নিয়ে বিস্ফোরক এলাকাবাসী
হাইকোর্টের রায়ের কপি হাতে আসার পরেই ২৭ ফেব্রুয়ারি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের দপ্তরে অরবিন্দ মণ্ডলের কাউন্সেলিং সমেত সমস্ত নথি খতিয়ে দেখেন আধিকারিকরা। তার পর দিন ২৮ ফেব্রুয়ারি, সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য অরবিন্দর হাতে নিয়োগপত্র তুলে দেন। বুধবার সেই নিয়োগপত্র নিয়ে শিক্ষক হিসেবে কাজে যোগ দেন অরবিন্দ।

West Bengal DA Latest Update : ‘খুবই কম…!’ চিঠি লিখে অতিরিক্ত 3% DA নিতে অস্বীকার রায়গঞ্জের শিক্ষকের
তিনি বলেন, ‘আমার চাকরি জীবন ২ বছর পিছিয়ে গেল। আর্থিক সুবিধা থেকেও বঞ্চিত হলাম। আমার সাড়ে ৪ বছরের মেয়ে খুব অসুস্থ। ওর হার্টে একটা সমস্যা রয়েছে। মন দিয়ে শিক্ষকতা করে মেয়ের চিকিৎসা করানোই এখন আমার লক্ষ্য।’

SSC Group D Recruitment Scam : ‘গ্রুপ- ডির ওয়েটিং লিস্ট গঙ্গার মতো স্বচ্ছ নয়’, বড় মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর
কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘আমরা আদালতে বলেছি, যে পদ্ধতি মেনে কাউন্সেলিংয়ে ডাকার কথা ছিল, সেটা প্রাথমিক বিদ্যালয় সংসদ করেনি। আমার মক্কেলের যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁকে চাকরি দেওয়া হয়নি। বিচারক সব পক্ষের কথা শুনে অরবিন্দ মণ্ডলকে নিয়োগের নির্দেশ দিয়েছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *