Saradha Scam Case : কুণাল-দেবযানীর পর এবার ৩ মামলায় জামিন সারদা কর্তা সুদীপ্ত সেনেরও – saradha scam accused sudipta sen got bail in three case


West Bengal News : জামিন পেলেন চিট ফান্ড মামলায় অভিযুক্ত সারদা কর্তা সুদীপ্ত সেন। জলপাইগুড়ি জেলা আদালতের মোট ৪ টি মামলার মধ্যে তিনটি মামলায় আজ জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন৷ ২০১৩ ও ২০১৪ সালে হওয়া মামলা গুলি ছিল সুদীপ্ত সেনের বিরুদ্ধে। জলপাইগুড়ি জেলার মুখ্য বিচার বিভাগীয় আদালত এদিন ৪২০, ৪০৬, ১২৪ মামলাগুলির পরিপ্রেক্ষিতে সুদীপ্ত সেনের জামিনের নির্দেশ দেয়।

Nawsad Siddiqui : ‘১২-১৫ হাজারে হাওয়ায় চটি নয়, ২ লাখের ঘড়িও পরি না’, আদালতে সহাস্য মন্তব্য নওশাদের
এই মামলাগুলোতে আগেই সুদীপ্ত সেনের সহযোগী দেবযানী মুখোপাধ্যায় এবং কুণাল ঘোষ আগেই জামিন পেয়েছিলেন। আজ জলপাইগুড়ি জেলা আদালতের মুখ্য বিচার বিভাগীয় আদালতে এই মামলার শুনানির জন্য কলকাতা থেকে সারদা কর্তা সুদীপ্ত সেনকে নিয়ে আসা হয়েছিল। তার বিরুদ্ধে ভক্তিনগর থানায় ছিল তিনটি মামলা এবং কোতোয়ালি থানায় ছিল একটি মামলা।

এর মধ্যে ভক্তিনগর থানার কেস নম্বর ৫১৬/১৪ মামলাটি যেহেতু CBI চার্জশিট দিয়ে দিয়েছিল সে কারণে বিচারক এই মামলাটি আলিপুর CBI কোর্টে স্থানান্তর করার নির্দেশ দেন৷ বাকি তিনটি মামলায় বিচারক সুদীপ্ত সেনকে জামিন দিয়েছে৷ ফলত জলপাইগুড়ি জেলায় আর কোনও মামলা থাকল না সুদীপ্ত সেনের বিরুদ্ধে।

Nawsad Siddique ISF MLA : দীর্ঘ টানাপোড়েনের ইতি, ৪০ দিন পর জামিন নওশাদের
এই মামলাগুলিতে সুদীপ্ত সেনের সঙ্গে অভিযুক্ত ছিলেন কুণাল ঘোষ, দেবযানী মুখ্যপাধ্যায় সহ আরও অনেকে। এদের জামিন আগেই হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন সুদীপ্ত সেনের আইন শাক্যদীপ দাসগুপ্ত৷ এদিন সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় জানান, সুদীপ্ত সেন ৩টি কেসে জামিন পেয়েছেন এবং ১টি কেস কলকাতা CBI আদালতে স্থানান্তরিত হয়েছে।

অন্যদিকে, সুদীপ্ত সেনের আইন শাক্যদীপ দাসগুপ্ত জানান, CBI-র চার্জশিট দেওয়া মামলাটি আলিপুর CBI আদালতে স্থানান্তরিত করা হয়েছে। বাকি তিনটি কেসে জামিন পেলেন সুদীপ্ত সেন। আগামী দিনে এই মামলা গুলির শুনানি চলবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ১২ এপ্রিল দেবযানী মুখোপাধ্যায়কে নিয়ে কলকাতা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। তাঁর সঙ্গে ছিলেন গাড়ির চালক। পরবর্তী কালে জানা যায়, চালককে রাঁচিতে গিয়ে ছেড়ে দিয়ে রাঁচি হয়ে গাড়ি করে সড়কপথে হরিদ্বার, দেরাদুন, পাঞ্জাব হয়ে কাশ্মীরে গা ঢাকা দিয়েছিলেন সুদীপ্ত সেন ও তার সহযোগী।

Kunal Ghosh Health Update: অপারেশন থিয়েটার থেকেই ছবি, সফল কুণালের অস্ত্রোপচার
পরে দেবযানীর মাকে জিজ্ঞাসাবাদ করে তৎকালীন তদন্তকারী আধিকারিকরা কাশ্মীরের কথা জানতে পারেন। কাশ্মীরের সোনমার্গ থেকে সুদীপ্ত সেন-সহ তিনজনকে এরপর গ্রেফতার করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *