Uttar 24 Pargana : ভরদুপুরে মায়ের ব্যাগ ছিনতাই, CCTV ফুটেজ নিয়ে থানায় ছুটলেন মেয়েরা – snatching incident at barasat woman complaint to police station with cctv footage


West Bengal News : ভরদুপুরে ছিনতাই বারাসতে। মহিলার হাত থেকে সর্বসমক্ষে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাল দুষ্কৃতী। CCTV ফুটেজ নিয়ে সটান থানায় হাজির ক্ষতিগ্রস্ত মহিলার দুই মেয়ে। ফুটেজ খতিয়ে দেখে অবিলম্বে পুলিশকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়।

ব্যাগ ছিনতাইয়ের কারণে কিছু নগদ অর্থ, মোবাইল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি খোয়া গিয়েছে বলে অভিযোগ জানানো হয়েছে পুলিশের তরফে। বৃহস্পতিবার বারাসত সরোজিনী পল্লী এলাকায় ভরদুপুরে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য। CCTV তে সেই দৃশ্য ধরা পড়ল সেই ছবি।

Fake Joint BDO: পুলিশের জালে ভুয়ো জয়েন্ট বিডিও! চাকরির টোপ দিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
অভিযোগ, সরোজিনী পল্লীর বাসিন্দা ওই মহিলা নিজের বাড়ি ফিরছিলেন। তার হাতে ছিল একটি ব্যাগ। সেই ব্যাগে কিছু টাকা ও একটি মোবাইল ফোন ছিল বলে জানানো হয়েছে।

CCTV ফুটেজে দেখা যায়, এক দুষ্কৃতী তাঁকে ফলো করছিল। এরপর মহিলার সঙ্গে রাস্তায় মুখোমুখি দেখা হয় ওই ছিনতাইবাজের। তারপর ঘুরে মহিলার পিছু নেয় সে। বেশ কিছুটা যাওয়ার পর রাস্তা ফাঁকা দেখেই মহিলার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় সে।

Uttar 24 Pargana : সরষের মধ্যেই ভূত! অটো চুরির অভিযোগে গ্রেফতার তৃণমূলের অটো ইউনিয়নের নেতা
আকস্মিক ঘটনায় হতবাক হয়ে যান ওই মহিলা। মহিলার পরিবারের তরফে জানানো হয়েছে, এই ছিনতাইবাজের সঙ্গে আগে ওই এলাকায় এক মহিলা পরিচারিকারকে কথা বলতে দেখা যায়। সেই মহিলা পরিচারিকা কোনও স্থানীয় একটি বাড়িতে কাজ করে বলে অভিযোগ।

ছিনতাইয়ের পরেই দ্রুত পালিয়ে যায় ছিনতাইবাজ। বাধ্য হয়ে ঘরে ফিরে আসেন ওই মহিলা। পুরো ঘটনাটা জানান বাড়ির লোককে। এরপর মহিলার দুই মেয়ে CCTV ফুটেজ নিয়ে এসে বারাসত থানায় অভিযোগ জানায় বৃহস্পতিবার দুপুরে।

মহিলার ব্যাগে নগদ ১ থেকে দেড় হাজার টাকার মত ছিল। একটি মোবাইল ছিল এবং বেশকিছু গুরুত্বপূর্ণ নথি ছিল বলে জানা যায়। অভিযোগকারীরা জানায়, মায়ের সঙ্গে এরকম ঘটনা ঘটার রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছে। এর আগে এমন ঘটনা ওই এলাকায় ঘটেনি বলে দাবি তাঁদের।

Kolkata Latest News: পুজো দিতে গিয়ে মর্মান্তিক পরিণতি, বৃদ্ধাকে হেঁচড়ে নিয়ে গেল কলকাতা পুরসভার ডাম্পার
পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়, বিষয়টি যেন গুরুত্ব দিয়ে দেখা হয় এবং অপরাধী যেন কঠোর শাস্তি হয়। বেশ কয়েকটি CCTV ফুটেজে দেখা গিয়েছে ওই ছিনতাইকারীকে। তাই ফুটেজ দেখে দুষ্কৃতীকে সহজেই চিহ্নিত করা যাবে বলে আশা পুলিশের।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। তবে ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *