Dankuni News : ডাব পাড়তে গাছে উঠেই অসুস্থ ব্যক্তি, আসল দমকল! হুলস্থূল কাণ্ড ডানকুনিতে – man feeling sick on climb coconut tree at dankuni


West Bengal News : ডাব পাড়তে উঠে গাছেই অসুস্থ হয়ে পড়লেন এক পৌঢ়। প্রায় দু’ঘণ্টা ধরে গাছেই রইলেন সেই ব্যক্তি। হুলুস্থুল কাণ্ড ডানকুনিতে। অসুস্থ ব্যক্তির উদ্ধারে ডাকতে হল দমকলকে।

অবশেষে দমকলের প্রচেষ্টায় গাছ থেকে নামানো হল ওই ব্যক্তিকে। তড়িঘড়ি পাঠানো হয় হাসপাতালে। বর্তমানে তিনি চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।

Bankura News : পা পিছলে ৪০ ফুট গভীর কুয়োয় সারমেয়! ছুটে গেল দমকল, তারপর…
জানা গিয়েছে, হুগলির ডানকুনির ১৬ নম্বর ওয়ার্ডে বাসিন্দা দিলীপ রায় গাছে উঠে ডাব পাড়তে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। গাছ থেকে নামাতে ডাক পরে দমকল ও পুলিশের। প্রায় আড়াই ঘণ্টা গাছের উপরেই অসুস্থ অবস্থায় ছিলেন।

অসুস্থ হয়ে যাওয়ার কারণে গাছ থেকে নেমে আসার সাহস পাচ্ছিলেন না। মই এনে নামানোর ব্যবস্থা করা হয় ওই ব্যক্তিকে। ওই ব্যক্তিকে নামানোর জন্য এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারাও।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিলীপ রায় পেশায় ডাব বিক্রেতা নারকেল গাছে উঠেছিলেন ডাব পাড়তে। গাছেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। গাছ থেকে নামতে পারছিলেন না বলে দাবি স্থানীয়দের।

Hooghly News : গোয়াল ঘরে মাটি চাপা দেওয়া সদ্যোজাতর দেহ, উদ্ধার হতেই চাঞ্চল্য পুরশুড়ায়
তারাই খবর দেয় ডানকুনি থানা ও দমকলে। তড়িঘড়ি খবর পেয়ে ছুটে আসে দমকল বিভাগের কর্মীর। গোটা ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনাস্থলে জড়ো হয় এলাকার প্রচুর বাসিন্দারা।

প্রায় আড়াই ঘণ্টা পর অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর প্রকাশ রাহা। তিনি বলেন, “স্থানীয় বাসিন্দারা খবর দেওয়ার পরেই আমরা দমকলকে জানাই। সঙ্গে সঙ্গে ছুটে আসা দমকল ও ডানকুনি থানার পুলিশকর্মীরা। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি। মনে করা হচ্ছে নারকেল গাছে উঠে তাঁর মাথা ঘুরে গিয়েছিল।”

কাউন্সিলর জানান, প্রায় আড়াই ঘণ্টা গাছেতেই আটকে থাকেন তিনি। উদ্ধার করে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে পাঠানো হয়। এক দমকল কর্মী জানান, ডাব পাড়তে উঠে নারকেল গাছে উঠেছিলেন ওই ব্যক্তি। এরপর হঠাৎই গাছে আটকে পড়েন। নামতে পারছিলেন না।

Bardhaman Fire Incident : বর্ধমানে BSNL-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই লক্ষাধিক টাকার সম্পত্তি
স্থানীয়রা খবর দিলে দমকল বড় মই ঘটনাস্থলে নিয়ে আসার ব্যবস্থা করে। জায়গা ছোট হওয়ার কারণে দমকলের গাড়ি ঢুকতে পারেনি। মই লাগিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। স্থানীয় দুই যুবক মনিরুল শেখ ও বিশাল গাজী দুজনে দমকলকে সাহায্য করেছে।

সকলের প্রচেষ্টাতে ওই ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারা যায়। নামিয়ে আনার পরেই তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *