Sujata Mondal : ‘ও এখন সেলিব্রিটি’, দ্বিতীয় বিয়ে-হবু স্বামীকে নিয়ে মুখ খুললেন সুজাতা মণ্ডল – sujata mondal opens up about her would be husband and marriage plan


সুজাতার জীবনে এসেছে নয়া বসন্ত। নতুন করে ভালোবাসায় রেঙেছেন তিনি। শীঘ্রই তিনি বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। কাকে বিয়ে করছেন সুজাতা মণ্ডল? তা নিয়ে রীতিমতো রহস্য তৈরি হয়েছে। এবার নিজের হবু বরকে নিয়ে মুখ খুললেন এই তৃণমূল নেত্রী। তাঁর কথায়, “ও এখন সেলিব্রিটি।”

একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূলে যোগদান করেছিলেন বিষ্ণুপুরের BJP সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল। সেই সময় সংবাদ মাধ্যমের সামনেই কান্নায় ভেঙে পড়েছিলেন সৌমিত্র। সুজাতাকে ডিভোর্স দেবেন তিনি, জানিয়েছিলেন এই BJP নেতা। তাঁর ঘরের লক্ষ্মীকে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এই দাবিও করেছিলেন তিনি।

Soumitra-Sujata Controversy : ‘খাদে ঢুকে যাবি…’, ফেসবুকে ফের বিস্ফোরক সুজাতা
প্রথমে সম্পর্ক ছিন্ন করতে চাননি সুজাতা। কিন্তু, এরপর গঙ্গা দিয়ে বহু জল বয়ে গিয়েছে। সৌমিত্র এবং সুজাতার সম্পর্ক তলানিতে ঠেকেছে। সৌমিত্রর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন সুজাতা। গত ১৬ জানুয়ারি তাঁদের বিবাহবিচ্ছেদ মামলা শেষ হয়েছে। এরপরেই ফেসবুকে একমাথা সিঁদুর নিয়ে একটি ছবি পোস্ট করেন তিনি।

এরপরেই রীতিমতো শোরগোল পড়ে যায়, তবে কি বিয়ে করেছেন সুজাতা মণ্ডল? যদিও এই তৃণমূল নেত্রী জানান, এখনও বিয়ে করেননি তিনি। তবে শীঘ্রই নতুুন জীবন শুরু করবেন। তাঁর স্বপ্নের মানুষ কে?

Saumitra khan On Sougata : ‘বুড়ো বয়সে মতিভ্রম…’, সৌগতর ‘বিবি ভাগ গিয়া’ মন্তব্যের পালটা সৌমিত্রর
এই বিষয়ে সুজাতা মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হতেই ও এখন সেলিব্রিটি। তবে ও কী করে বা ওর পরিচয় এখনই আমি প্রকাশ্যে আনতে চাইছি না।”

তাঁর আরও সংযোজন, পরিবারের সম্মতিতেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। সুজাতা বলেন, “আমি এখন অনেক পরিণত। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে আলোচনা করি। তাঁদের সম্মতি এবং আশীর্বাদ নিয়েই বিয়ে করছে চলেছি।” শীঘ্রই তিনি বড় পদক্ষেপ নেবেন বলেও জানান।

Sujata Mondal Khan : ‘TMC কর্মীরা কাকে কখন সেঁকবে বলা যায় না!’ বিরোধীদের হুঁশিয়ারি সুজাতার
প্রসঙ্গত, লোকসভাতেও সৌমিত্র-সুজাতা প্রসঙ্গ উঠে এসেছিল। তৃণমূল সাংসদ সৌগত রায় সৌমিত্র খাঁকে তোপ দেগে বলেছিলেন, “ওর বউ পালিয়ে গিয়েছে। ওর মাথা খারাপ হয়ে গিয়েছে।” তাঁর এই মন্তব্যের পালটা সরব হয়েছিলেন সৌমিত্রও। ব্যক্তিগত কুৎসা ছড়ানো হচ্ছে বলে পালটা সৌগতকে তোপ দাগেন তিনি।

অন্যদিকে, সৌমত্রর বিরুদ্ধে অভিযোগ তুুলে সুজাতা মণ্ডলের দাবি ছিল, তাঁর সঙ্গে সম্পর্কে থাকাকালীনই অন্য নারীতে মজেছিলেন তাঁর স্বামী। যদিও পালটা কোনও প্রতিক্রিয়া দেননি সৌমিত্র। তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য ছিল, জীবন কারও জন্য থেকে থাকে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *