জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় একেবারেই সক্রিয় নন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। কয়েক বছর আগে পর্যন্ত তাঁর কাছে মোবাইল ফোন দেখা যেত না। তবে বছর খানেক হল একটি স্মার্ট ফোন ব্যবহার করেন। বাবা-মা দু’জনেরই বয়স হয়েছে। নানান কাজে দেশের বিভিন্ন রাজ্যে যেতে হয়। এছাড়া বিদেশ সফর তো আছেই। তাই নিজের কাছে একটা ফোন রাখেন। তবে পরিবারের বিশেষ কয়েকজন ও বিরাট কোহলি ছাড়া তাঁর মোবাইল নম্বর কেউ জানেন না। বরাবরই এইসব জিনিস থেকে দূরে থাকতে ভালবাসেন। তবে মাঝে মধ্যে ইনস্টাগ্রামে কিছু ছবি কিংবা ভিডিয়ো পোস্ট করতে দেখা যায়। এহেন ‘ক্যাপ্টেন কুল’-এর ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা চার কোটিরও বেশি। অথচ ইনস্টাগ্রামে ধোনি মাত্র পাঁচটি প্রোফাইল ফলো করেন। আসুন সেই পাঁচ সৌভাগ্যবান কারা, দেখে নিন।
ইনস্টাগ্রামে ধোনিকে খুব বেশি দেখা না গেলেও প্রিয় মুহূর্তের ফটো এবং ভিডিয়ো দিয়ে তাঁর অনুগামীদের খুশি রাখেন। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি শেষ পোস্ট করেছিলেন। সেই ভিডিয়োতে তাঁকে চাষের জমিতে ট্র্যাক্টর চালাতে দেখা গিয়েছিল। ২০১৪ সালের ৪ জুন তিনি প্রথমবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন। এরপর থেকে এখনও পর্যন্ত তিনি ১০৮ টি পোস্ট শেয়ার করেছেন। অর্থাৎ বছরে গড়ে ১২টি পোস্ট।
ইনস্টাগ্রামে ধোনি যে পাঁচটি প্রোফাইল অনুসরণ করেন, তার মধ্যে শীর্ষে রয়েছেন তাঁর স্ত্রী সাক্ষী সিংয়ের প্রোফাইল। কলকাতার তাজ বেঙ্গল হোটেলে ধোনির সঙ্গে আলাপ হয়েছিল সাক্ষীর। সেই সময় তিনি হোটেল ম্যানেজমেন্টের ছাত্রী ছিলেন। সাক্ষীর সঙ্গে আলাপ হওয়ার পর ধোনি তাঁর প্রেমে পড়ে যান। ২০১০ সালে জুলাই মাসে সাক্ষীকে বিয়ে করেন ধোনি। এরপর ২০১৫ সালের ফেব্রুয়ারিতে তাঁদের একটা কন্যা সন্তান জন্মায়।
আরও পড়ুন: Shane Warne 1st Death Anniversary: বন্ধু ওয়ার্নিকে এখনও একইরকম আবেগতাড়িত সচিন
আরও পড়ুন: Indore Pitch Controversy, BGT 2023: হোলকারের পিচকে ‘পুওর’ বলতেই আইসিসিকে ধুয়ে দিলেন লিটল মাস্টার
সাক্ষী ছাড়াও ভারতের প্রাক্তন অধিনায়ক তাঁর ৮ বছরের মেয়ে জিভা সিং ধোনিকেও ইনস্টাগ্রামে অনুসরণ করেন। জিভার প্রোফাইল অবশ্য সাক্ষী এবং ধোনি নিজেরাই পরিচালনা করেন। এই মুহূর্তে জিভা সিংয়ের ফলোয়ারের সংখ্যা কুড়ি লাখ ছাপিয়ে গেছে। জিভার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ধোনির প্রচুর ফটো এবং ভিডিয়ো দেখতে পাওয়া যাবে।
পরিবারের বাইরে একমাত্র অমিতাভ বচ্চনকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন ধোনি। অমিতাভ বচ্চন একমাত্র চলচ্চিত্র ব্যক্তি যাকে ধোনি অনুসরণ করেন। এহেন ‘বিগ বি’ প্রায়ই ধোনির প্রশংসা করেন। বচ্চন একবার তাঁর ব্লগে ধোনিকে বাগবান সিনেমার সেটে দেখা করার ঘটনার মুহূর্তটি উল্লেখ করেছিলেন।
এছাড়া মহেন্দ্র সিং ধোনি আরও দুটি ইনস্টাগ্রাম প্রোফাইল প্রোফাইল ফলো করেন। সেটা অবশ্য কোনও ব্যক্তির নয়, সেটি রাঁচিতে তাঁর কৃষি খামার ইজা ফার্মসের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এছাড়া ক্যানাল মিলিটারিজান্ডো নামক একটি ডিজিটাল গেমিং প্রোফাইলকে ফলো করেন তিনবার আইসিসি ট্রফি জয়ী প্রাক্তন অধিনায়ক।