Ambikesh Mahapatra on Koustav Bagchi : ‘মমতা আর গণতন্ত্র? ঠিক যেন কাঁঠালের আমসত্ত্ব!’ কৌস্তভের গ্রেফতারিতে তীব্র আক্রমণ অম্বিকেশের – ambikesh mahapatra slams mamata banerjee and trinamool congress on koustav bagchi arrest


West Bengal Local News: কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর গ্রেফতারি নিয়ে ইতিমধ্যেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। শুক্রবার প্রদেশ কংগ্রেসের প্রধান দলীয় কার্যালয়ের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন কৌস্তভ।তারপরই শনিবার তাঁকে গ্রেফতার করে বটতলা থানার পুলিশ। গ্রেফতারির পর জামিন পেয়ে গেলেও কৌস্তভকে নিয়ে চর্চা থামার কোনও লক্ষণ নেই। এবার তাঁর গ্রেফতারি নিয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা কার্টুনকাণ্ডে গ্রেফতারির মুখে পড়া অম্বিকেশ মহাপাত্র।

ফোনে এই সময় ডিজিটালের মুখোমুখি হয়ে একের পর এক বিস্ফোরক দাবি করেছেন তিনি। কৌস্তভের গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, “তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার এক বছরের মধ্যেই আমার ঘটনা ঘটে। শুধু গ্রেফতার নয়, মারধর ও হুমকি দেওয়ার পাশাপাশি আমার বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছিল। গত ১১ বছর ধরে সেই পরম্পরা চলছে। একটাই উদ্দেশ্য, সরকারকে কোনও প্রশ্ন করা চলবে না। প্রশ্ন করলেই গ্রেফতার, মারধর করা হবে অথবা নওশাদ সিদ্দিকির মতো জেল আটকে রাখা হবে। সেই পরম্পরাতেই কৌস্তভের ঘটনা ঘটেছে।”

Koustav Bagchi Congress: শ্লীলতাহানি-হুমকি-কটুক্তি মতো গুরুতর অভিযোগ, কৌস্তভের গ্রেফতারিতে থানা ঘেরাও কংগ্রেসের
তিনি আরও বলেন, “গণতন্ত্রকে হত্যা করে স্বাধীন মত প্রকাশের উপর আক্রমণ হয়েই চলেছে। কারণ এটা ছাড়া এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন যে তিনি গুন্ডাদের ‘কন্ট্রোল’ করেন। এটা কোনও গণতন্ত্রের ভাষা নয়। মুখ্যমন্ত্রী বিরোধী মুক্ত রাজ্য ও প্রশাসন চালাতে চান।”

কৌস্তভের জামিনের পর কী সরকারে মুখ পুড়ল? এই প্রশ্নের জবাব অম্বিকেশ বলেন, “যাঁদের লজ্জাবোধ রয়েছে এতে তাঁদের মুখ পুড়বে। কিন্তু সরকার জানে এই পথে তাকে হাঁটতেই হবে, তাতে মুখ-চোখ পুড়লে কিছু যায় আসে না। নওশাদের মুক্তির পরও সরকারে কোনও উপলব্ধি নেই। এটা দুষ্কৃতীদের সরকার।”

Koustav Bagchi : আদালতে সওয়াল একাধিক আইনজীবীর, জামিন মঞ্জুর কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর
অম্বিকেশ বলেন, “আজকের যিনি মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় ঢুকে সংবিধান হাতে নিয়ে ভাঙচুরে নেতৃত্বে দিয়েছিলেন। গণতন্ত্রের পীঠস্থানের উপর আক্রমণ করা হয়েছিল। তিনি কী করে রাজ্যে গণতন্ত্র কায়েম করবেন! মমতা বন্দ্যোপাধ্যায় আর গণতন্ত্র কাঁঠালের আমসত্ত্বের মতো।”

Kunal Ghosh On Koustav : ‘সজলের দরজা ভাঙার থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল’, কৌস্তভের গ্রেফতারির তীব্র বিরোধিতা কুণালের
অম্বিকেশের মন্তব্য প্রসঙ্গে তৃণমূল সাংসদ ডাঃ শান্তনু সেন বলেন, “গণতন্ত্রর নামে যদি একজন মহিলা মুখ্যমন্তীর নামে অশালীন মন্তব্য বা কুৎসা করা হয়, সেটাকে আমি কখনই সুস্থ গণতন্ত্র বলে মনে করি না। এই কাজের পক্ষে যাঁরা কাজ করেন, তাঁদেরকে আমি সুস্থ মস্তিস্কের বলে মনে করি না… গ্রেফতার করা প্রশাসনের কাজ সেই কাজ তারা করেছে। আইনের কাজ জামিন দেওয়া। বরং এটা প্রমাণিত হল যে ন্যায্য ধারা দেওয়া হয়েছে বলেই তিনি জামিন পেয়েছেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *