Anubrata Mondal : ফিসচুলা ফেটে রক্তপাত, ব্যাথায় কাতর অনুব্রতকে আনা হল হাসপাতালে – police take trinamool congress leader anubrata mondal to asansol district hospital


West Bengal News: শনিবার আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হল গোরুপাচার মামলায় জেলবন্দি বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। আসানসোল জেলা হাসপাতালে সূত্রে খবর, কেষ্টর চিকিৎসার জন্য তিনজন চিকিৎসক, দু’জন নার্স ও একজন অ্যাসিস্ট্যান্টকে তৈরি রাখা হয়েছে।

আসানসোল কেন্দ্রীয় সংশোধানাগার থেকে জেলা হাসপাতালে এদিন তুঙ্গে ছিল পুলিশ তৎপরতা। হাসপাতাল চত্বরে দু’জন এসিপি পদমর্যাদার পুলিশ আধিকারিকেপ পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। তবে অনুব্রত হাসপাতালে আসবেন কিনা সেই নিয়ে ধন্দ তৈরি হয়। শেষমেশ হাসপাতালে এসে পৌঁছন কেষ্ট।

Anubrata Mondal : ‘ফিসচুলা ফেটে গিয়েছে, খুব ব্যথা’, বিচারককে শারীরিক অবস্থার কথা জানালেন অনুব্রত
শুক্রবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে শুনানি চলাকালীন বিচারকের প্রশ্নের মুখে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। তিনি বলেন, “ফিসচুলা ফেটে গিয়ে রক্তপাত হচ্ছে। খুব ব্যথা করছে। আমি ভীষণ প্যানিকের মধ্যে রয়েছি।”

অনুব্রতর এই শারীরিক অবস্থার কথা শুনে বিচারক আশ্বাস দেন যে জেল কর্তৃপক্ষকে তাঁর চিকিৎসার পর্যাপ্ত বন্দোবস্তর নির্দেশ দেওয়া হবে। আদালতের নির্দেশের পর শুক্রবার কেষ্টর চিকিৎসার জন্য যাবতীয় বন্দোবস্ত করা হলেও শেষমেশ হাসপাতালে যেতে রাজি হননি তিনি। উল্লেখ্য, এদিন আদালতে ভিডিয়ো কনফারেন্সিয়ের মাধ্যমে অনুব্রতকে পেশ করা হয়েছিল। বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ১৭ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।

Anubrata Mondal: আরও বিপদে অনুব্রত, দিল্লি যাত্রার উপর স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট
অন্যদিকে অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য গ্রিন সিগন্যাল দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। দিল্লিযাত্রা আটকাতে মরিয়া অনুব্রত কলকাতা হাইকোর্টের পাশপাশি দিল্লি হাইকোর্টেও আবেদন করেছেন।

অন্যদিকে অনুব্রতর আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার কলকাতা আদালতে শুনানি হয়। কিন্তু তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার যে রায় আসানসোল আদালত দিয়েছে, তাতে কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে অনুব্রত মামলার শুনানি হয়।

Anubrata Mondal In Calcutta High Court : দিল্লি যাত্রা ঠেকাতে হাইকোর্টে কেষ্ট, শুক্রেই শুনানির সম্ভাবনা
অন্যদিকে, কেষ্টর আবেদন সাড়া দেয়নি দিল্লি হাইকোর্টও। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশর উপর স্থগিতাদেশ চাইলেও তা মঞ্জুর করেনি দিল্লি হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে একই ধরনের মামলার শুনানি শেষ না হওয়ার আগেই কেন দিল্লি হাইকোর্টে মামলা, সেই নিয়ে বিচারপতি দীনেশ কুমার শর্মা ক্ষোভের মুখে পড়েন অনুব্রতর আইনজীবী কপিল সিব্বল।

উল্লেখ্য, ২০২২ সালের ২২ অগস্ট গোরুপাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। পরবর্তীকালে বেআইনি আর্থিক লেনদেন মামলায় তাঁকে গ্রেফতার করে ইডিও। সময়ের সঙ্গে সঙ্গে অনুব্রত বিপদ ক্রমেই বাড়ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শেষমেশ তাঁকে দিল্লি নিয়ে যেতে পারেন কিনা, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *