Hooghly News : ‘আড়ালে থেকে সরকারকে শেষ করার চেষ্টা করছে…’, বিস্ফোরক ত্বহা সিদ্দিকি – pirjada twaha siddiqui open mouths on several political issues on trinamool congress


West Bengal News: পশ্চিমবঙ্গ যেখানে সংখ্যালঘু ভোট বেশি সেখানে সংখ্যালঘু প্রার্থী, যেখানে হিন্দু ভোট বেশি সেখান হিন্দু প্রার্থী দেওয়া উচিৎ। এমনটাই মনে করেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি। সেই কারণেই সাগরদিঘিতে তৃণমূলের পরাজয় হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সামনে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী যদি বিবেচনা করে না দেওয়া হয়। তাহলে সারা পশ্চিমবাংলায় সাগরদিঘির মতো ফলাফল হবে বলেই জানিয়েছেন ত্বহা সিদ্দিকি। এর পাশাপাশি সরকারের কাজের উপরও আস্থা প্রকাশ করেছে ত্বহা। তাঁর দাবি, তৃণমূল আরও ৩০ বছর ক্ষমতায় থাক এটাই মানুষ চাইছে, কিন্তু সরকারের লোকেরাই ক্ষতি করছেন বলে আক্রমণ করেছেন তিনি।

Sagardighi By Election Latest News : আজ সাগরদিঘির ফলের আগে দ্বন্দ্ব বিভেদ-রাজনীতির
নওশাদের গ্রেফতারি নিয়ে ত্বহা বলেন, “নওশাদের মতো বহু নির্দোষ মানুষ জেলে রয়েছে। তাঁদেরকে ফাঁসিয়ে জেলে রাখা হয়েছে। সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, আইন যেন দোষীদের শাস্তি দেয়, নির্দোষরা কোনওভাবেই শাস্তি না পায়। নওশাদ কোনও দোষ করেনি বলেই হয়তো আদালত তাঁকে ছেড়ে দিয়েছে।”

সাগরদিঘিতে তৃণমূলের বিপর্যয় নিয়েও মুখ খোলেন ত্বহা। তিনি বলেন, “বহুদিন ধরে কংগ্রেস, সিপিএম ও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ ছিল। যেখানে ৬৫ শতাংশের বেশি সংখ্যালঘু সেখানে কেন আমি হিন্দু প্রার্থী দেব? যেখানে হিন্দু বেশি সেখানে কেন সংখ্যালঘু প্রার্থী দেব? আগামী নির্বাচনে বিবেচনা করে প্রার্থী না দিলে সারা বাংলায় সাগরদিঘির মতো ফলাফল হতে পারে।”

Sagardighi By Election : ‘…আরও একজন আমার সঙ্গে যুক্ত হবে’, সাগরদিঘি উপনির্বাচন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য নওশাদের
তিনি আরও বলেন, “সরকার বাংলার যে কাজ করেছে, মানুষ তাতে মুখ ঘুরিয়ে নেবে বলে মনে হয় না। সরকারে লোকেরাই সর্বনাশ করছে। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়, দায়ী করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এমনটাই শুনছি। সাগরদিঘি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও মমতার কোনও ভূমিকা ছিল না। সে সংখ্যালঘুরা তৃণমূলকে সরকারে আনার জন্য জীবন দিয়েছিল, লড়াই করেছিল সরকারে আসার পর তাঁদের বাদ দিয়ে দেওয়া হয়েছে।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ত্বহা। তাঁর অভিযোগ, “যাঁরা আড়ালে থেকে সরকারকে শেষ করছে তাঁদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব তাড়াতাড়ি পথে নামতে হবে। যতদিন মমতা বেঁচে থাকবে, মানুষ তাঁকে ভুলবে না। অভিষেকের কথা মানুষ মুখে নিচ্ছে না। ভাইপো হিসেবে অভিষেক সম্মান পাচ্ছে, রাজনৈতিক নেতা হিসেবে তাঁর কোনও সম্মান নেই। মমতা মারা গেলে তাঁকে খুঁজে পাওয়া যাবে না।”

Sagardighi By election : সাগরদিঘিতে তৃণমূলের ভরাডুবির পিছনে অন্তর্ঘাত? কাটাছেঁড়ায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
ত্বহার আরও অভিযোগ, “অভিষেক ঘরে বসে বসে রাজনীতি করছে, মমতা মানুষের দরজায় দরজায় গিয়ে রাজনীতি করেছেন। আমি অভিষেকের কোনও বদনাম করছি না। তবে অভিষেককে মানুষের কাছ যেতে হবে। মহারাজ হিসেবে চেয়ারে বসে রাজনীতি করা যাবে না।”

Mamata Banerjee : জাতীয় রাজনীতিতে মমতা কি একা হয়ে গেলেন?
এই প্রসঙ্গে জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক ও রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, “এটা তাঁর নিজস্ব উপলব্ধি। আমার এমন কিছু ভাবি না। আমার সবাই একসঙ্গে বাংলয়া থাকি। কাজ করার সময় আমরা মিলেমিশে করি। যোগ্যতা দেখেই প্রার্থী নির্বাচন করা হয়, ধর্ম দেখে নয়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *