জামিন পেয়ে ব্যাঙ্কশাল আদালত থেকে বেরিয়ে কৌস্তভ বলেন, এটা পশ্চিমবঙ্গের সব গণতন্ত্রকামী মানুষের জয়। যে বইটা নিয়ে এত ভয় সেই বইটা সারা পশ্চিমবঙ্গ ঘুরবে। রাজ্যের মানুষকে ওই বইটি বিলি করার দায়িত্ব আমার। এখান থেকে বেরিয়ে আমি আমার মাথার চুল নেড়া করব
Updated By: Mar 4, 2023, 07:04 PM IST