Koustav Bagchi : ‘সাগরদিঘির ফলাফলের পরই স্বৈরাচারী মনোভাব…’, কৌস্তুভের পাশে বামেরা – bikash ranjan bhattacharya sujan chakraborty support koustav bagchi


আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচিকে গ্রেফতারের ঘটনায় রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি। শনিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বড়তলা থানার পুলিশ ভোররাতে তাঁর বাড়িতে গিয়ে দীর্ঘ তল্লাশি চালায়। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। স্বাস্থ্য পরীক্ষার পর এদিন তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে।

কৌস্তুভের গ্রেফতারির পরেই তীব্র প্রতিক্রিয়া এসেছে বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী রাজ্য পুলিশের তুমুল সমালোচনা করেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, “মুখ্যমন্ত্রী সমালোচনা সহ্য করতে পারেন না। আমরা কৌস্তুভের পাশে রয়েছি। ওর গোটা পরিবারকে ভোর থেকে ঘিরে রাখা হয়েছে। এমন করছে যেন কোনও উগ্রপন্থীকে গ্রেফতার করছে।”

Koustav Bagchi Congress: শ্লীলতাহানি-হুমকি-কটুক্তি মতো গুরুতর অভিযোগ, কৌস্তুভের গ্রেফতারিতে থানা ঘেরাও কংগ্রেসের
তিনি আরও বলেন, “কংগ্রেস ওর পাশে রয়েছে। আমরা প্রতিবাদ করব।” অন্যদিকে, কৌস্তুভের পাশে দাঁড়িয়েছেন বাম নেতারাও। সুজন চক্রবর্তী একটি ভিডিয়ো বার্তায় বলেন, “বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। স্বৈরাচারের সমস্ত লক্ষণ ফুটে উঠেছে। শ্লীলতাহানির মতো অপরাধ কি জলভাত হয়ে গেল! যারা অপরাধের শিকার তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না।”

তিনি আরও বলেন, “সাগরদিঘিতে কংগ্রেস জিতেছে। তারপরেই জোর করে একটা কেস দিয়ে দিল। সাগরদিঘির পর মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই এই ধরনের স্বৈরাচারী মনোভাব ফুটে উঠছে।” অন্যদিকে, বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি সোশাল মিডিয়া পোস্টে এই ঘটনার তীব্র বিরোধিতা করেন।

Ritzu Ghoshal On AICC : ‘উত্তরাধিকার সূত্রে কংগ্রেসকে পেয়েছি’, এলিট তালিকা থেকে বাদ পড়েও ‘ঋজু’ ঘোষাল
বিকাশ একটি ফেসবুক পোস্টে লেখেন, এইমাত্র খবর পেলাম, আইনজীবী কৌস্তুভ বাগচিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। শুনলাম রাত তিনটে নাগাদ তাঁকে পুলিশ তুলে নিয়ে যায়। মুখ্যমন্ত্রী সম্পর্কে মন্তব্যের জন্যই এই গ্রেফতার। আবারও প্রমাণ হল মোদী-যোগী-মমতা এক বাগানের ফুল। অবিলম্বে কৌস্তুভের মুক্তির দাবি করছি।”

অন্যদিকে, বড়তলা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মীরা। কৌস্তুভের মুক্তির দাবি করছেন তাঁরা। সোশাল মিডিয়াতেও তাঁর মুক্তির জন্য হ্যাচট্যাগ ট্রেন্ড চালানো হচ্ছে। আগামী দিনে আরও বড় আন্দোলন যেতে পারে কংগ্রেস, সূত্রের খবর এমনটাই।

Koustav Bagchi : ‘অবশেষে গ্রেফতার হলাম’, সাতসকালে কংগ্রেস নেতা কৌস্তুভের বাড়িতে পুলিশ
ঠিক কী বক্তব্য তৃণমূলের?
কৌস্তুভের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে করা মন্তব্যের তীব্র সমালোচনা করেন তৃণমূল নেতা পার্থ ভৌমিক। কোনও শিক্ষিত ব্যক্তি এই ধরনের কটূক্তি করবেন না বলেও মন্তব্য করেছেন তিনি। তাঁর কৌস্তুভকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন। এই ধরনের মন্তব্য করে কিছু সময়ের জন্য লাইমলাইটে আসা যায়। কিন্তু, মজবুত রাজনীতিবিদ হওয়া যায় না বলে মন্তব্য তাঁর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *