Paschim Medinipore News : স্কুলের পাশে রমরমিয়ে চোলাইয়ের ব্যবসা, আবগারি অভিযানে বাজেয়াপ্ত লিটার লিটার মদ – ninety litre illicit liquor seized from paschim medinipur daspur area


West Bengal News: স্কুল লাগোয়া দোকানে রমরমিয়ে চলছে চোলায় মদ বিক্রি। দীর্ঘদিন ধরেই এই নিয়ে ক্ষোভে ফুঁসছিলেন এলাকাবাসী। শুক্রবার খবর পেয়ে আবগারি দফতরের আধিকারিকরা ওই দোকানে হানা দেন। সেখান থেকে প্রচুর পরিমাণে চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকার সোনামুইতে এই ঘটনা ঘটেছে।

আবগারি দফতর সূত্রে খবর ওই বেআইনি চোলাই মদের দোকানে হানা দিয়ে প্রায় ৯০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে। আবগারি দফতরের আধিকারিকরা জানিয়েছেন, ইতিমধ্যেই ওই চোলাই মদ নষ্ট করা হয়েছে।

Income Tax Raid : সুপারি ব্যবসা করে ৩২ কোটি আয়কর ফাঁকির অভিযোগ! হুগলিতে আয়কর হানা
আবগারি দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ঘাটাল মহকুমার দাসপুরের সোনামুই হাইস্কুল ও প্রাথমিক স্কুলে ১০০ মিটারের মধ্যে বেশ কয়েকটি দোকানে রমরমিয়ে চোলাই মদের ব্যবসা চলছিল। দুপুর থেকে রাত অবধি চোলাই মদ সেখানে বিক্রি করা হত। শুক্রবার রাতে আবগারি দফতরের ডেপুটি কালেক্টর সুপ্রজিৎ হিরার নেতৃত্বে বিশাল বাহিনী সেখানে অভিযান চালায়। আবগারি দফতর সূত্রে খবর, এই ঘটনায় এখনও অবধি কাউকে গ্রেফতার করা হয়নি।

আবগারি দফতরের আধিকারিকরা ওই দোকানে হানা দিয়ে দেখেন যে প্লাস্টিকের পাউচ ও বোতলে করে সেখানে বিপুল পরিমাণে চোলাই মদ রাখা রয়েছে। সেগুলি বাজেয়াপ্ত করে নষ্ট করে ফেলেন আবগারি দফতরের আধিকারিকরা। যাঁরা সেখানে বেআইনি চোলাইয়ের ব্যবসা চালাত, তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Gautam Gambhir On Manish Sisodia : ‘CBI ঠিক কাজ করেছে…’, মণীশ সিসোদিয়ার গ্রেফতারি নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর
স্কুল লাগোয়া দোকানে চোলাই মদের রমরমা ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ক্ষোভ ছিল। তাঁদের দাবি, প্রকাশ্যে এই ব্যবসা চললেও এতদিন কোনও পদক্ষেপ করা হয়নি। আবগারি দফতরের ডেপুটি কালেক্ট সুপ্রজিৎ হিরা বলেন, “আমাদের কাছে নির্দিষ্ট অভিযোগ ছিল, তার ভিত্তিতেই হানা দেওয়া হয়। প্রায় ৯০ লিটার চোলাই বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়েছে। চোলাই ব্যবসায়ীরা পলাতক, তাঁদের খোঁজে তল্লাশি চলছে।”

স্থানীয় বাসিন্দা অজিত দাস বলেন, “স্কুলের সামনেই দীর্ঘদিন ধরে চোলাই মদের ব্যবসা চলছিল। দুপুর থেকে শুরু হয়ে গভীর রাত অবধি এখানে মদ বিক্রি করা হতো। মদ্যপদের উৎপাতে স্কুলের পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। দীর্ঘদিন প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। শেষমেশ পদক্ষেপ করা হল দেখে ভালো লাগছে।”

Bagladesh Latest News : দিন রাত চলত পর্ন ভিডিয়ো, পড়ুয়াদের আসক্ত করতে ফাঁদ মোবাইল সার্ভিস সেন্টারের!
আরও এক বাসিন্দা তপন প্রামাণিক বলেন, “স্থানীয় থানা ও পঞ্চায়েত অফিসেও আমরা অভিযোগ জানিয়েছিলাম যে চোলাই মদের বিরুদ্ধে পদক্ষেপ করতে। প্রশাসন শেষমেশ পদক্ষেপ করেছে এটা ভালো হয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *