TMC Conflict : সাগরদিঘির ফল ঘোষণার পরই প্রকাশ্যে দ্বন্দ্ব, পঞ্চায়েত প্রধানের স্বামী-অঞ্চল সভাপতির হাতাহাতি – sagardighi by election result out tmc conflict


Murshidabad News : সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (Sagardighi By Election) ফলাফল ঘোষণা হয়েছে মাত্র দুদিন হল। বড় হারের মুখ দেখেছে রাজ্যের শাসকদল। আর তার মধ্যেই ফের মুর্শিদাবাদে (Murshidabad) তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Conflict) প্রকাশ্যে এল। পঞ্চায়েতে সদস্য ও কর্মীদের নিয়ে সাধারণ সভা চলাকালীন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) পঞ্চায়েত প্রধানের স্বামীকে ব্যাপক মারধরের অভিযোগ উঠল খোদ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির বিরুদ্ধে।

Sagardighi By Election : সাগরদিঘিতে ‘টাকা বিলি’, সংঘাতে কংগ্রেস-তৃণমূল
ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার নয়নসুখ গ্রাম পঞ্চায়েতে। বিষয়টি নিয়ে ফরাক্কা (Farakka) থানার দ্বারস্থ হয়েছেন পঞ্চায়েত প্রধানের স্বামী হৃদয় মন্ডল। তাঁর অভিযোগ, শুক্রবার বিকেল নাগাদ ফরাক্কা ব্লকের নয়নসুখ পঞ্চায়েতে প্রধানের উপস্থিতিতে পঞ্চায়েতের কর্মী ও সদস্যদের নিয়ে একটি সাধারণ সভার আয়োজন করা হয়।

Sagardighi By Election Latest News : আজ সাগরদিঘির ফলের আগে দ্বন্দ্ব বিভেদ-রাজনীতির
সভা চলাকালীন সামান্য বিষয়ে নিয়ে বাকবিতন্ডার জেরে বেশকিছু লোকজন নিয়ে হঠাৎ হৃদয়বাবুর উপর ও পঞ্চায়েতের কর্মী সহ সদস্যদের উপর চড়াও হয়। তৃণমূলের অঞ্চল সভাপতি ইমরান আলীর বিরুদ্ধে জামার কলার ধরে মারধর করার অভিযোগ তোলা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় ফরাক্কা থানার পুলিশ।

Bayron Biswas Congress Candidate: ‘এত ভালোবাসা পাব ভাবিনি…’, এগিয়ে থেকে আত্মবিশ্বাসী কংগ্রেসের বাইরন
রাতেই পুরো ঘটনার লিখিত আকারে অভিযোগের মাধ্যমে ফরাক্কার BDO ও থানাকে জানান প্রধানের স্বামী। যদিও প্রধানের স্বামীর আনা অভিযোগ অস্বীকার করেছেন অঞ্চল সভাপতি ইমরান আলি। তাঁর দাবি, “পঞ্চায়েতের প্রধানের চেয়ারে অন্য কেউ বসায় প্রতিবাদ করাতেই সামান্য বচসা তৈরি হয়েছিল। এর বাইরে মারধর বা হেনস্তার কোনও ঘটনা ঘটেনি”।

Didir Suraksha Kavach: ‘আর কত খাবে?’ প্রকাশ্যেই নিজের দলের প্রধানকে কাটমানি নিয়ে হুঁশিয়ারি বিধায়কের
সদ্য হওয়া সাগরদিঘি উপনির্বাচনে দলের অন্তর্ঘাতের অভিযোগ উঠেছে। ফের তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ জেলা তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়াল। পঞ্চায়েত নির্বাচনের আগে দলের খোলনলচে প্রকাশ্যে আসায় অধীর গড়ে চরম অস্বস্তির মধ্যে পড়েছে রাজ্যের শাসক দল।

Sagardighi By Election : বিড়ি ব্যারন থেকে রাজনীতির আঙিনায়! নবাবের জেলায় ছক ভাঙছেন বাইরন-জাকিররা
যদিও জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কানাই মণ্ডল বলেন, “সামান্য মনোমালিন্য হয়েছে। দলের অভ্যন্তরেই মিটিয়ে নেওয়া হবে। এই ঘটনা পঞ্চায়েত নির্বাচনে কোন প্রভাব ফেলবে না”। কিন্তু কানাইবাবু যাই বলেন না কেন, সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলকে ব্যাপক ভোটের ব্যবধানে পরাস্ত করে বাড়তি অক্সিজেন পেয়েছে বাম কংগ্রেস জোট।

Sagardighi By Election : রাত পোহালে সাগরদিঘিতে উপনির্বাচন, শান্তিপূর্ণ ভোটের জন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত কমিশনের
পঞ্চায়েত ভোটে জোটবদ্ধ হয়ে লড়ার ব্লু-প্রিন্ট তৈরি করে লড়ার ইঙ্গিত দিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আসন্ন পঞ্চায়েত ভোটে জোটের বিরুদ্ধে কোন পরিকল্পনাতে লড়াই করবে তৃণমূল কংগ্রেস সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। আর সেই সঙ্গে জেলায় নিজেদের গোষ্ঠী কোন্দল সামাল দিতেও ব্যস্ত থাকতে হচ্ছে তৃণমূলের জেলা নেতৃত্বকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *