West Bengal Latest News: মেয়ে দেখলেই শিস দিয়ে রোমিওগিরি! তারপরই ব্যাগ-ফোন নিয়ে চম্পট, চক্রের পর্দাফাঁস পুলিশের – baruipur police arrested 6 person who were involved in mobile stealing


রাস্তায় ‘সস্তার রোমিওগিরি’। স্কুল বা কলেজ ছাত্রীদের শান্তিতে রাস্তা পারাপার করার জো নেই। কখনও বাইকে এসে শিস দেওয়া হত বা ছোড়া হত কোনও কটুক্তি। এতেই তাঁরা সামান্যতম অন্যমনস্ক হলেই ব্যাগ-ফোন নিয়ে দৌড় দিত দুষ্কৃতীরা। আর এই ‘রোমিও গ্যাং’ নিয়ে রীতিমতো বিরক্ত ছিলেন এলাকার বাসিন্দারা।

গড়িয়া, মহামায়াতলা, রাজপুর, সোনারপুর, বারুইপুরে এই চক্র কাজ করত। কোনও তরুণী বা কিশোরী একা থাকলেই তাদের উপর এই দুষ্কৃতীরা চওড়াও হত। টোন-টিটকিরি করে তাঁদের অন্যমনস্ক করত দুষ্কৃতীরা। এরপর ব্যাগ নিয়ে দে ছুট। এই ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪টি মোবাইল ও ৫টি চোরাই বাইক ।

Uttar 24 Pargana : নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর, রাজনৈতিক পরিচয় নিয়ে TMC-BJP তরজা
কীভাবে পুলিশের জালে ধরা পড়ল এই ‘রোমিও গ্যাং‘?

এই ধরনের ঘটনা যে ঘটছে সেই বিষয়ে পুলিশের কাছে বেশ কিছু অভিযোগ এসেছিল। বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানান, সূত্র মারফত খবর পেয়ে তাঁরা পোলঘাট অঞ্চলের একটি কারখানার সামনে অভিযান চালিয়েছিলেন। সেখান থেকেই গ্রেফতার করা হয় পাঁচ জনকে।

চোরা বাইক নিয়ে চলত অপারেশন?

জানা গিয়েছে, কয়েকটি চোরা বাইকে করে ওই দুষ্কৃতীরা পেছন থেকে আসত। ছিনিয়ে নিত মোবাইল বা ব্যাগ। ধৃত ব্যক্তিদের থেকে মোবাইল ও বাইক ছাড়াও ডাকাতির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Job Frauds: ‘ছেলেকে সিনেমায় কাজ দেব…’ প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ
বিভিন্ন জায়গায় CCTV ফুটেজে তাদের ছবি ধরা পড়ে। ধৃত ওই ব্যক্তিদের নাম আসিফ খান, সাহিল মণ্ডল, বিলুয়ার হোসেন গাজি, সাগির গাজি, জাহাঙ্গির গাজি ও রুপ নস্কর। তদন্তে নেমে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে কি আরও অন্য কোনও ব্যক্তি রয়েছে? ধৃতদের জিজ্ঞাসাবাদ করে নয়া তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Dilip Ghosh : ‘স্বচ্ছ নির্বাচন হলে হলে সব জায়গায় BJP জিতবে …’, মন্তব্য দিলীপের
এই ঘটনা প্রসঙ্গে বারুইপুর পুলিশ জেলার DSP মোহিত মোল্লা বলেন, “ডাকাতির ছক করার পরিকল্পনা করা হচ্ছে এই খবর পেয়ে পোলঘাট থেকে ছয় জনকে গ্রেফতার করা হয়। এই ছয় জনকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তারা ফোন চুরির ঘটনার সঙ্গে যুক্ত। স্কুল বা টিউশন ফেরত অল্প বয়সী মহিলাদের অন্যমনস্ক করে তাদের ব্যাগ এবং ফোন ছিনিয়ে নিত।” এই গোটা ঘটনার সঙ্গে আরও অন্য কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ, জানানো হয়েছে এমনটাই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *