Anubrata Mondal: পথে নিরাপত্তা নিয়ে পুলিশের অবস্থানে চিন্তা, ফের দিল্লি যাওয়া নিয়ে সংশয় অনুব্রতর? – anubrata mondal delhi journey is in confusion


আসানসোল আদালতের রায়ে কোনও স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। মোটের উপর অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা একপ্রকার পাকা। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের রায়ের একটি কপি আসানসোল সংশোধনাগারে পাঠানো হয়েছে ED-র তরফে। অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে নিয়ে যাওয়ার আগে কোনও কেন্দ্র সরকারি হাসপাতালে তাঁর হেলথ চেক আপ করানো হবে। সেখানে চিকিৎসকরা তাঁকে সুস্থ জানালেই কেষ্টকে নিয়ে যাওয়া হবে দিল্লি।

এদিকে অনুব্রত মণ্ডলকে সংশোধনাগার থেকে হাসপাতাল এবং বিমানবন্দরে নিয়ে যাওয়ার জন্য বাড়তি নিরাপত্তার দরকার রয়েছে। সূত্রের খবর, রবিবার বেলা ১১টা পর্যন্ত এই আবেদনের প্রেক্ষিতে রাজ্য পুলিশের তরফে কোনও জবাব দেওয়া হয়নি। যদিও পুলিশের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি।

Anubrata Mondal : হাইকোর্টে জোর ধাক্কা অনুব্রতর, দিল্লি যেতেই হচ্ছে কেষ্টকে
এরপরেই অনুব্রতর ‘সুপ্রিম আবেদনের’ -এর জল্পনা আরও জোরাল হচ্ছে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টে যেতে পারেন বীরভূমের এই তৃণমূল নেতা। যদিও তাঁর আইনজীবীর এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, গোরু পাচার মামলায় CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। এদিকে তাঁর বিরুদ্ধে গত বছর ১৯ ডিসেম্বর ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ জারি করা হলেও তা কেন কার্যকর করা হয়নি তা নিয়ে প্রশ্ন তোলে দিল্লি আদালত। হলফনামা দিয়ে এই পুরো বিষয়টি আদালতে জানানোর জন্য ED-র আইনজীবীকে নির্দেশ দেওয়া হয়।

Anubrata Mondal In Calcutta High Court : দিল্লি যাত্রা ঠেকাতে হাইকোর্টে কেষ্ট, শুক্রেই শুনানির সম্ভাবনা
গত বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি দিয়েছিল আসানসোল বিশেষ আদালত। এরপর কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়। কিন্তু, এরপরেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

কিন্তু, কলকাতা হাইকোর্টের পাশাপাশি দিল্লি হাইকোর্টেও আবেদন জানান তাঁর আইনজীবী। কলকাতা হাইকোর্টে অনুব্রত মণ্ডলের শারীরিক অসুস্থতার প্রসঙ্গও তুলে ধরেছিলেন তাঁর আইনজীবী। এরপরেই ED-র আইনজীবী পালটা জানিয়েছিলেন, প্রয়োজনে অনুব্রত মণ্ডলকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তারা দিল্লি AIIMS-এ নিয়ে যেতে পারেন।

Anubrata Mondal News: ‘ফিসচুলা ফেটে রক্তপাত হচ্ছে’, আদালতে দাবির পরেও হাসপাতালে যেতে নারাজ অনুব্রত
সেখানে এই নেতা সবথেকে বেশি ভালোভাবে চিকিৎসা পাবেন বলেও মন্তব্য করেছিলেন তিনি। অন্যদিকে, দিল্লি হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্টে কেন একই ধরনের মামলা করা হল! তা নিয়ে উষ্মা প্রকাশ করেন বিচারপতি। কলকাতা হাইকোর্টের তরফে অনুব্রত মণ্ডলকে কোনও রক্ষাকবচ দেওয়া হয়নি।

পাশাপাশি তথ্য গোপন করে মামলা করার জন্য তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এখন দেখার এবার কি তবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন অনুব্রত মণ্ডল?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *