Coal Trafficking : গোরুর গাড়িতে করে কয়লা পাচারের চেষ্টা, দুবরাজপুরে অভিযান পুলিশের – birbhum police caught twelve cattle car for smuggling coal


West Bengal News : গোরু পাচার নিয়ে এমনিতেই সরগরম রাজ্য। পাশাপশি একাধিক জেলায় কয়লা পাচারের বিরুদ্ধেও অভিযান চলছে পুলিশের। এরপরেও দমেনি পাচারকারীরা। এবার গোরুর গাড়িতে কয়লা পাচারের চেষ্টা বীরভূমে।

ঘটনা দেখে তাজ্জব প্রশাসন। বীরভূমের দুবরাজপুর থেকে আটক ১২ টি গোরুর গাড়ি, যেগুলিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল টন টন কয়লা। প্রতিটি গোরুর গাড়ির চালক পলাতক বলে জানা গিয়েছে। কয়লা কোথায় পাচার করা হচ্ছিল, সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।

Bardhaman News : আন্তঃরাজ্য ড্রাগ পাচারের পর্দাফাঁস, বিপুল মাদক-সহ গ্রেফতার ২
অবৈধ বালি এবং কয়লা পাচার রুখতে বিগত কয়েক মাসে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে বীরভূম জেলা পুলিশ। একাধিক জায়গায় অভিযান চালিয়ে আটক করা হচ্ছে বালি বোঝাই ট্রাক্টর ও লরি। পাশাপাশি কয়লা বোঝাই ট্রাক, গোরু-মহিষের গাড়িও আটক করা হচ্ছে। তবুও পাচারকারীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে পাচার চালিয়ে যাচ্ছে।

রবিবার ভোর বেলায় বীরভূম জেলার দুবরাজপুরের মাজুরিয়া গ্ৰামের রাস্তায় অবৈধভাবে পাচার হওয়া কয়লা বোঝাই ১২ টি গোরুর ও মহিষের গাড়ি আটক করে দুবরাজপুর থানার পুলিশ। ওই গাড়িগুলোতে ২০ টন কয়লা পাচার করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। যার বাজার মূল্য আনুমানিক তিন লাখ টাকা।

Cattle Smuggling Case : পুলিশ দেখেই দে দৌড়! ধাক্কা গোরু-সহ গাড়ির
গোরু ও মহিষের গাড়িগুলোতে বস্তা বন্দি কয়লা পাচার হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, দুবরাজপুরের পণ্ডিতপুরের দিক দিয়ে মাজুরিয়া যাওয়ার রাস্তায় গোরু এবং মোষের গাড়িতে করে কয়লা পাচার করা হচ্ছিল। দুবরাজপুর থানার পুলিশ খবর পেয়ে সেই গাড়িগুলোকে আটক করে।

অবৈধ কয়লা বাজেয়াপ্ত করা হয়। কয়লাগুলো কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। পলাতক চালকদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এর পিছনে কোনও বড় পাচার চক্র কাজ করছে কিনা, সে ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে।

Cattle Smuggling : তৃণমূলের পতাকা লাগানো স্যান্ট্রোতে গোরুপাচার? পুলিশ আটকাতেই গাড়ির স্পিড উঠল আরও বেশি, তারপর…
অন্যদিকে, একইদিনে বীরভূমের সদাইপুর থানার পুলিশ জামথলিয়া এলাকায় তল্লাশি চালিয়ে অবৈধ কয়লা বোঝাই নয়টি মোটরবাইক আটক করেছে। উদ্ধার হয় প্রায় সাড়ে চার টন অবৈধ কয়লা। সদাইপুর থানার পুলিশের কাছে গোপন সূত্রে অবৈধ কয়লা পাচারের খবর আসতেই পুলিশ ওই এলাকায় হানা দেয়। পুলিশ অবৈধ কয়লা এবং মোটরবাইক উদ্ধার করলেও, তাদেরকে দেখে অবৈধ কয়লা বোঝাই মোটরবাইক ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *