Dakshin 24 Pargana : ৭ বছরের ছেলেকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ বাবার বিরুদ্ধে, হাড়হিম করা ঘটনা ডায়মন্ডহারবারে – diamond harbour police arrested three for abusing child murder case


West Bengal News : নিজের সাত বছরের সন্তানকে হত্যা করেছেন নিজে। ফোন করে আত্মীয়কে একথা জানাল বাবা। মাটি খুঁড়ে উদ্ধার হল নাবালকের দেহ। পলাতক অভিযুক্ত বাবা।

চাঞ্চল্যকর ঘটনা ডায়মন্ড হারবারে। ইতিমধ্যে গ্রেফতার নাবালকের ঠাকুমা, জেঠু, জেঠিমা। পতিবিচ্ছিন্না নাবালকের মা রুকসানা শেখ থানায় প্রাক্তন স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

Dakhin 24 Pargana: ‘বউকে সব বলে দেব’, প্রেমিকার হুমকি পেয়ে চরম পদক্ষেপ যুবকের, শ্রীঘরে ল ক্লার্ক
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, দেউলার বাসিন্দা রফিকুল শেখ ও তার স্ত্রী রুকসান শেখের সম্প্রতি বিবাহ বিচ্ছেদ হয়৷ নির্দিষ্ট কোনও কাজের সঙ্গে যুক্ত ছিল না রফিকুল বলে দাবি৷

কখনও ভ্যান চালাত, আবার কখনও রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করত রফিকুল বলে জানিয়েছেন প্রাক্তন স্ত্রী৷ মাঝেমধ্যে ক্ষেত মজুরের কাজও করত। অভাবের সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকত বলে অভিযোগ। তাঁকে নিয়মিত মারধর করা হত বলে জানান রুকসানা৷

অত্যাচার সহ্য করতে না পেরে তিনি বিবাহ বিচ্ছেদের মামলা করেন। সম্প্রতি বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁদের৷ দুজনের একটি কন্যা ও একটি পুত্র সন্তান হয়৷ আদালত দু’জনেরই কাস্টডি দেয় রুকসানকে৷

Fake Joint BDO: পুলিশের জালে ভুয়ো জয়েন্ট বিডিও! চাকরির টোপ দিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
কিন্তু জোর করে ছেলেকে তাদের কাছে রাখা হয় বলে দাবি রুকসানার৷ এদিকে রোজগারের প্রয়োজনে কলকাতায় পরিচারিকার কাজ করতেন রুকসানা। রুকসানার অভিযোগ, সাত বছরের রোহিত শেখের উপরেও অত্যাচার করা হত।

বাবার পাশাপাশি, ছেলেটির ঠাকুমা, জেঠু ও জেঠিমাও নাবালককে মারধর করতো বলে অভিযোগ৷ গতকাল রাতে নিজের হাতে ছেলেকে মেরে মাটি চাপা দিয়ে দেয় রফিকুল। এমনটাই অভিযোগ এলাকাবাসীর৷

ঘটনায় রুকসান শেখ উস্থি থানায় তার প্রাক্তন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে৷ তার ভিত্তিতেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ রোহিত শেখের দেহ আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে৷

ঘটনার তদন্তে নিজেই ঘটনাস্থলে যান ডায়মন্ডহারবারের SDPO মিতুন দে৷ তিনি জানান মুল অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এক আত্মীয়কে ফোন করে রফিকুল এই হত্যার কথা জানায় বলে জানা গিয়েছে। রফিকুল বর্তমানে পলাতক।

Crime News: সাত বছরের শিশুকে সিগারেটের ছেঁকা! স্বামীর বিরুদ্ধে থানায় বধূ
তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ধৃতদের আজ ডায়মন্ডহারবার আদালতে পেশ করা হবে৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে রফিকুলের সন্ধান পাওয়ার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *