Durgapur News: ১৬ কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজার, বিচারাধীন অবস্থায় মৃত – convicted of bank fraud the bank manager died in durgapur jail


West Bengal Local News বিচারাধীন বন্দির মৃত্যুতে চাঞ্চল্য। একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে প্রায় ১৬ কোটি টাকা লোপাটের দায়ে অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজারের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর মিলেছে। দুর্গাপুরের ফুলঝোর সংশোধনাগারে বিচারাধীনবন্দি ছিলেন ব্যাঙ্ক ম্যানেজার শান্তনু মণ্ডল। বর্ধমানের অনাময় হাসপাতালে মৃত্যু হয়েছে ব্যাঙ্ক ম্যানেজারের। শনিবার দুপুর ২ টো নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। ব্যাঙ্ক জালিয়াতি মামলায় এদিনই দুর্গাপুর আদালতে তার হাজিরার তারিখ ছিল।

দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় জানান, যে গত ২ মার্চ ফুলঝোর সংশোধনাগারে কয়েদিদের রুটিন পরীক্ষা হয় , যদিও সে সময় কোন সমস্যা ধরা পড়েনি। ৩ মার্চ মধ্যরাতে প্রায় তিনটে নাগাদ শারীরিক অস্বস্তি হওয়ায় ওই ব্যাঙ্ক ম্যানেজারকে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সিসিইউ-তে চিকিৎসার পর ওইদিন ভোরেই শান্তনুকে বর্ধমানে রেফার করা হয়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান অনাময় হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে ছোট একটি অস্ত্রোপচারও হয়। এদিন দুপুর ২ টো নাগাদ ওই হাসপাতালেই মৃত্যু হয় বিচারাধীনবন্দির।

Kolkata News: কলকাতায় ফের বিপুল টাকা উদ্ধার, গ্রেফতার ১

প্রসঙ্গত উল্লেখ্য , জালিয়াতির অভিযোগে গত ২৪ সেপ্টেম্বর ২০২২ এ গ্রেফতার হয়েছিলেন ব্যাঙ্ক ম্যানেজার শান্তনু মন্ডল। সঙ্গে গ্রেফতার করা হয়েছিল ওই ব্যাঙ্কেরই এক মহিলা কর্মী স্মৃতি ভট্টাচার্যকে। ঘটনাটি পান্ডবেশ্বরের একটি বেসরকারি ব্যাঙ্কের বহুলা শাখার।
ওভারড্রাফটের মাধ্যমে প্রায় ১৬ কোটি টাকা ৮টি অ্যাকাউন্ট-এ সরিয়ে দেওয়া হয়। বহুলা শাখার টাকা সরানোর অভিযোগ ওঠে খোদ ব্রাঞ্চ ম্যানেজার শান্তনু মন্ডলের বিরুদ্ধে। ঘটনাটি নজরে আসতেই ব্যাঙ্কের আঞ্চলিক অফিসের পক্ষ থেকে অন্ডাল থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের করেন আধিকারিক সৌরভ কুমার লায়েক।

UPI Payment: RBI নিয়ে এল দুর্ধষ UPI Lite অ্যাপ, লেনদেন করা যাবে অফলাইনেও

২৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পুলিশ অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজার শান্তনু মন্ডলকে গ্রেফতার করে। আর এই জালিয়াতি কান্ডে ব্যাঙ্ক ম্যানেজারকে সঙ্গত দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় ওই ব্যাঙ্কেরই অপর এক মহিলা কর্মী স্মৃতি ভট্টাচার্যকে। । পরে দুর্গাপুরের এক ব্যবসায়ী প্রনব রুজকেও এই প্রতারণা কাণ্ডে গ্রেফতার করা হয়। কয়েকদিন পুলিশি হেফাজতে থাকার পর জেল হেফাজত হয়েছিল ব্যাঙ্ক ম্যানেজার শান্তনু মণ্লেডর। তারপর থেকে ফুলঝোর সংশোধনাগারেই বিচারাধীনবন্দি হিসেবে ছিলেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *