Fire Incident : নেতাজি নগরে বহুতলে আগুন, খাঁচাবন্দি অবস্থায় পুড়ে মৃত্যু ৯ পোষ্যর – eight cats and a dog burnt as fire incident in a naktala flat


West Bengal News : নেতাজি নগরে একটি বহুতলে অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৮ টি অবলা বিড়াল ও একটি কুকুরের। বহুতলের নিচের তলায় পোষ্যগুলি খাঁচা ন্দি অবস্থায় ছিল। ওই ফ্ল্যাটে কোনও বাসিন্দা থাকতেন না বলে খবর।

আগুন লাগার খবর পেয়ে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে খাঁচাবন্দি অবস্থায় আগুনে ঝলসে গিয়ে পোষ্যগুলি প্রাণ হারায়। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। রবিবার ভোর রাতে নেতাজি নগর থানার অন্তর্গত নাকতলা রোড এলাকায় একটি আবাসনের নিচের তলায় আগুন লেগে যায়।

Bardhaman Fire Incident : বর্ধমানে BSNL-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই লক্ষাধিক টাকার সম্পত্তি
বিষয়টি লক্ষ্য করেন আবাসনের অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা। যে ফ্ল্যাটটিতে আগুন লেগে যায়, সেটি তালাবন্ধ অবস্থায় ছিল। ভোর রাত ৩ টে নাগাদ আগুন লাগার বিষয়টি নজরে আসে স্থানীয়দের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নেতাজি নগর থানায়।

খবর পেয়ে ঘটনাস্থল ছুটে আসেন নেতাজি নগর থানার পুলিশ। খবর দেওয়া হয় টালিগঞ্জ দমকল বিভাগকে। দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ৫ টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় বলে দমকল সূত্রে খবর।

Nagerbazar Fire Incident: নাগেরবাজারে ডায়মন্ড সিটি আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আতঙ্কে আবাসিকরা
তবে ঠিক কী কারণে ওই ঘরে আগুন লেগে যায়, সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি দমকল। আগুন লাগার কারণ জানতে আপাতত ফ্ল্যাটটিকে সিল করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ওই ফ্ল্যাটের মালিক যাদবপুরের সাউথ সিটিতে থাকেন।

তিনি নিয়মিত ওই ফ্ল্যাটে পোষ্যদের খাওয়াতে আসেন। আগুন লাগার পর ফ্ল্যাটের মালিককে খবর পাঠানো হয়। চার তলার ওই আবাসনে নিচের তলায় একটি ঘরের মধ্যে পোষ্যগুলিকে খাঁচা বন্দী অবস্থায় রাখা ছিল। তবে ফ্ল্যাটে কোনও বাসিন্দা থাকতেন না।

ফাঁকা ফ্ল্যাটে কেন ওই পোষ্যগুলিকে খাঁচাবন্দি করে রাখা হতো তা নিয়েও প্রশ্ন উঠছে। আবাসনের অন্যান্য বাসিন্দারা জানিয়েছেন, পোষ্যগুলিকে সারাদিন দেখার মতো কোনও লোক থাকতো না। দমকল সূত্রে খবর, ফ্ল্যাটের বেশ কিছুটা অংশ আগুনে পুড়ে গিয়েছে। ফ্ল্যাটের ভেতরে থাকা বেশ কিছু জিনিস পুড়ে নষ্ট হয়ে গিয়েছে।

Asansol Fire : আসানসোলে কাউন্সিলরের বাড়িতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই লক্ষাধিক টাকার সামগ্রী
তবে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব। পোষ্যগুলি ছাড়া আর কোনও হতাহতের খবর নেই বলে জানিয়েছে দমকল। আগুন লাগার প্রকৃত কারণ কী, সে সম্পর্কে তদন্ত করছেন দমকলের আধিকারিকরা। তবে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এভাবে খাঁচাবন্দি পোষ্যগুলির মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *