Madhyamik Math Question 2023 : ‘পিছন ঘুরে দেখতেই দিল না, বাজে গার্ড!’ মাধ্যমিক পরীক্ষার্থীদের আজব দাবিতে ‘লজ্জিত’ স্কুলের প্রধান শিক্ষিকা – new barrackpore colony high school head teacher opens up about the students demand of loose gourd in madhyamik mathematics examination


সৌমেন রায়চৌধুরী, তুহিনা মণ্ডল | এই সময় ডিজিটাল এক্সক্লুসিভ
পরীক্ষায় কম নম্বর পাওয়ার আশঙ্কা, দুরু দুরু বুক, কখনও বকুনির ভয়ে চোখে বারিধারা! অত্যন্ত চেনা আবেগ। কিন্তু, ‘ফালতু গার্ড দিয়েছে’, ‘পেছন ঘুরে দেখতেও দিল না’, ‘দেখেছি বলে অন্য বেঞ্চে বসিয়ে দিল’- মাধ্যমিক পরীক্ষার্থীদের কণ্ঠে এই কথা শুনে সিঁদুরে মেঘ দেখছেন সমাজের বিশিষ্টজনেরা। সামাজিক অবক্ষয়! নাকি অপরিণত মনের জমা ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র? ভাইরাল ভিডিয়ো নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।

ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুরের মাসুন্দা বালিকা বিদ্যালয়ের সামনে। অঙ্ক পরীক্ষা দিয়ে কান্নায় ভেঙে পড়েন কিছু পরীক্ষার্থী। কিন্তু, আবেগের সেখানেই ইতি নয়। কঠিন প্রশ্ন হওয়ায় কেন গার্ড ‘সহজ’ হল না! কেন ঘাড় ঘোরালেই শিক্ষকদের বকুনি ভেসে আসছিল তা নিয়ে প্রশ্ন তোলেন কিছু পরীক্ষার্থী। এই ছাত্রীদের অনেকেই নিউ ব্যারাকপুর কলোনি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী বলে চিহ্নিত হয়েছে।

Madhyamik Exam: ‘অঙ্ক পরীক্ষায় প্রশ্ন কঠিন’, ফেলের আশঙ্কায় কান্নায় গড়াগড়ি মাধ্যমিক পরীক্ষার্থীদের
এই ভিডিয়ো প্রসঙ্গে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করে ‘এই সময় ডিজিটাল’। নিউ ব্যারাকপুর কলোনি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা ঘোষ বিশ্বাসও কার্যত অবাক। তিনি বলেন, “অনেক সময় পরীক্ষা মনের মতো না হলে অনেকেই কাঁদেন, চোখের জল ফেলেন। সেটা আবেগের বহিঃপ্রকাশ। কিন্তু, গার্ড নিয়ে এই ধরনের অভিযোগ! এখনও বিশ্বাস হচ্ছে না।”

তিনি জানান, মাধ্যমিক পরীক্ষার টেস্টে তাঁর স্কুলেও যথেষ্ট কড়া গার্ড দেওয়া হয়। নিয়ম মেনেই নেওয়া হয় পরীক্ষা। ঘাড় ঘুরিয়ে দেখা বা পরীক্ষা চলাকালীন আলাপ আলোচনার কোনও সুযোগ থাকে না। সেক্ষেত্রে কেন ছাত্রীরা অন্য স্কুলের গিয়ে এই ধরনের অন্যায় প্রত্যাশা করেছিলেন, তা ঠাহর করতে পারছেন না এই শিক্ষিকা।

Madhyamik 2023 : নিজেই টোটো চালিয়ে পরীক্ষাকেন্দ্রে দেবশ্রী
মনিকাদেবী বলেন, “ঘটনাটি অত্যন্ত লজ্জার। কেন ওরা এমন করল ঠিক বুঝতে পারছি না।” আগামীতে যে সমস্ত পরীক্ষার্থী মাধ্যমিক দেবে, তাদের সচেতনতা এবং পরীক্ষাহলের আচরণবিধি নিয়ে সচেতন করা হবে বলেও জানিয়েছেন প্রধান শিক্ষিকা। লকডাউনে দীর্ঘদিন পড়ুয়ারা গৃহবন্দি ছিলেন। তাদের স্কুল, সেন্টারে পরীক্ষা দেওয়ার অভ্যেস চলে গিয়েছিল। সেক্ষেত্রে কোভিডের সময় বাড়িতে থাকার একটি প্রভাব পড়ুয়াদের মনে পড়তে পারে বলে মনে করছেন তিনি।

Higher Secondary 2023: পরীক্ষা শুরুর ১ ঘণ্টার মধ্যে টয়লেটে যাওয়া বারণ, উচ্চ মাধ্যমিকে মোবাইল ব্যবহারেও বেশ কড়াকড়ি
অন্যদিকে, কিছুটা একই মত মনোবিদদের একাংশের। তাঁদের কথায়, “মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা। অনেক প্রত্যাশার চাপ থাকে। পাশাপাশি লকডাউন এবং অনলাইন পড়াশোনার দীর্ঘ অভ্যেস অপরিণত মনে একটা বড় প্রভাব ফেলেছে। ওদের বুঝতে এবং বোঝাতে হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *