Saumitra Khan on Anubrata Mondal: অভিষেকের অবস্থাও হবে অনুব্রতর মতো: সৌমিত্র – saumitra khan attack anubrata mondal and abhishek banerjee from bakura


West Bengal Local News রবিবার বাঁকুড়ায় এক কর্মসূচিতে যোগ দিয়ে তৃণমূল নেতাদের তীব্র আক্রমণ বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের । অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ তুলে বিজেপি সাংসদের ভবিষ্যদ্বাণী এমনই অবস্থা হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। একযোগে আক্রমণ অনুব্রত থেকে অভিষেককে।

অনুব্রত প্রসঙ্গে সৌমিত্র


অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ”কৃতকর্মের ফল! অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তিন-চার বছর আগেই বলেছিলাম জনগণের উপর অত্যাচার করবেন না। গোরু-পাচার কয়লা কেলেঙ্কারির ফল। তাঁর কষ্টের জন্য তিনি দায়ী। তাঁর মেয়েকে এখন সবাই গোরু চোরের মেয়ে বলে ডাকছে। কী লজ্জার! দু’বারের সাংসদ হয়ে আমাদের কাছে এত টাকা নেই। সেখানে জেলা সভাপতির এত সম্পত্তি, ১৫০ কোটির সম্পত্তি হয় কী করে।”

Soumitra-Sujata Controversy : ‘খাদে ঢুকে যাবি…’, ফেসবুকে ফের বিস্ফোরক সুজাতা

অভিষেককে নিয়ে ভবিষ্যদ্বাণী

একই সঙ্গে বিজেপি সাংসদ দাবি করেন, ”মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলে যিনি ‘সেকেণ্ড ম্যান’ হন তাকেই জেলে যেতে হয়। এটা পরীক্ষিত সত্য। অনুব্রত মণ্ডলের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হবে। কারণ-এর আগে উদাহরণ হিসেবে আমরা দেখেছি মুকুল রায়ের অবস্থা। যিনি এপাং-ওপাং-ঝপাং করে বিজেপিতে এসেছিলেন। তারপর আবার তাঁর কী হল সবাই দেখেছেন।” এখানেই শেষ নয়, সৌমিত্র খাঁ বলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে সেকেন্ড ম্যানের পদটা ইন্টারেস্টিং। তবে ওদের পতন অবশ্যম্ভাবী। কারণ স্বৈরাচারী শাসন, স্বৈরাচার বেশি দিন চলতে পারে না।” বলে দাবি বিজেপি সাংসদদের।

Calcutta High Court On Anubrata Case : ‘প্রয়োজনে এয়ার অ্যাম্বুল্যান্সে AIIMS-এ নিয়ে যাওয়া হবে অনুব্রতকে’, হাইকোর্টে জানাল ED

দলীয় কর্মীদের বার্তা

এদিন বাঁকুড়ায় ‘তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট’ হওয়ার ডাক দিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি, বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। রবিবার গঙ্গাজলঘাটির বাজারে দলের এক কর্মসূচীতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন।

Anubrata Mondal Daughter : VIP-দের আনাগোনা নেই, বাবার জন্য ভেঙে পড়েছেন কেষ্ট কন্যা সুকন্যা

সৌমিত্র খাঁ এদিন বলেন, ‘জনগণ সাগরদিঘিতে দেখিয়ে দিয়েছে, তৃণমূলের বিপক্ষে আমরা সবাই। ‘বাংলার শিক্ষিত যুব সমাজের শত্রু’ তৃণমূলকে হারাতে হিন্দু-মুসলিম সবাইকে একজোট হয়ে একজায়গায় ভোট দিতে হবে। একই সঙ্গে এদিন তিনি তৃণমূল পরিচালত পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে ঐ দলের স্থানীয় নেতৃত্বের ‘বাড়ি ঘেরাও’য়ের ডাক দেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *