Weather Forecast : মার্চেই একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি? ২ জেলায় বৃষ্টির পূর্বাভাস – west bengal weather forecast few west districts may witness heat wave like situation in may says imd


শীতের ছিটেফোঁটা অবশিষ্ট নেই। উষ্ণতম দোল প্রত্যক্ষ করতে চলেছে রাজ্যবাসী। আগামী সপ্তাহেই কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলাগুলির তাপমাত্রা ছুঁতে পারে ৩৫ ডিগ্রি, পূর্বাভাস এমনটাই। রাতের তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও দিনের তাপমাত্রা বাড়তে পারে। তবে রাজ্যে এখনই তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
স্বস্তির বিষয়, শহর কলকাতায় কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দিনের তাপমাত্রা অপেক্ষাকৃত বৃদ্ধি পাবে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি এবং রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

Holi Weather Update : বেলা বাড়তেই ভ্যাপসা গরম, উষ্ণতম দোল কাটাবে বাংলা
এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৪ শতাংশ এবং সর্বনিম্ন ২৭ শতাংশ। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টা কলকাতা তথা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
মার্চ মাস থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়তে চলেছে তাপমাত্রার পারদ। শুধু তাই নয়, চলতি মাসেই এই রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হতে পারে, পূর্বাভাস এমনটাই। তবে স্বস্তির বিষয় ৮ মার্চ পর্যন্ত দেশে কোনও অংশেই তাপপ্রবাহের সতর্কবার্তা নেই।

Weather Forecast : বসন্তে উত্তপ্ত বঙ্গ, মার্চেই তাপপ্রবাহের ইঙ্গিত
মে মাসে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কলকাতা এবং সংলগ্ন জেলাগগুলিতে গরম এবং আপেক্ষিক আর্দ্রতার আধিক্য অস্বস্তি বাড়াবে। চলতি বছর উষ্ণতম দোল কাটাবে রাজ্য়বাসী।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বিশেষ বদলের সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে জেলাগুলিতে।

Weather Forecast: ১২২ বছরে উষ্ণতম ফেব্রুয়ারি, দোলে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
শনিবার বিভিন্ন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে সেলসিয়াসে আসানসোল ৩৬.৪ ডিগ্রি, বাঁকুড়া ৩৬.৩ ডিগ্রি, বিষ্ণুপুর ৩৬.৩ ডিগ্রি, কোচবিহার ৩১.৩ ডিগ্রি, দার্জিলিং ১৭.৫ ডিগ্রি, কালিম্পং ২৩ ডিগ্রি, মালদা ৩৩.৩ ডিগ্রি, শিলিগুড়ি ৩২.৩ ডিগ্রি, শান্তিনিকেতন, ৩৪.৮ ডিগ্রি।

একনজরে দেশের আবহাওয়া
সোমবার পর্যন্ত মধ্যপ্রদেশ এবং গুজরাট এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোমোরিন এলাকায়। এই এলাকায় মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *