দুই ‘সারা’-কে মাঠের বাইরে পাঠিয়ে কোন নায়িকা প্রেমে মজলেন শুভমন?। Not Sara Ali Khan, this actress is Shubman Gill crush


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যাটে রান নেই। চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) ইন্দোর টেস্টের দুই ইনিংসে ব্যর্থ হয়েছেন। তবে এরইমধ্যে ফের একবার শিরোনামে জায়গা করে নিয়েছেন শুভমন গিল (Shubman Gill)। তাঁর প্রেমের কারণে। তবে এবার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মেয়ে সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সঙ্গে নয়। এমনকী, সইফ আলি খানের (Saif Ali Khan) কন্য়া সারা আলি খানের (Sara Ali Khan) সঙ্গেও নয়। বরং শুভমনের জীবনে এবার এল নতুন এক কন্য়া। তাও আবার দক্ষিণ ভারত থেকে। তিনি এক ও অদ্বিতীয় রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna)। 

দুই সারার সঙ্গে যে শুভমন প্রেম করছেন, বলিউডে গুঞ্জন বহুদিন ধরেই চলছে। তবে এই নিয়ে বিশেষ মুখ খুলতে দেখা যায়নি তাঁকে। কিন্তু সম্প্রতি আর রাখঢাক করলেন না শুভ। বরং সোজাসুজি জানালেন তাঁর পছন্দের পাত্রীর কথা। শুভমনের কথায়,ইদানিং তাঁর রশ্মিকা মন্দানাকে দারুণ লাগছে। রশ্মিকার জন্যই নাকি মন উড়ু উড়ু শুভমনের। তবে শুভমনের এই প্রেম নিয়ে এখনও পর্যন্ত কিছু বলেননি রশ্মিকা।

আরও পড়ুন: WPL 2023, RCBW vs MIW: হিলি ম্যাথুউজের অলরাউন্ড পারফরম্যান্স, সাইকার দুরন্ত বোলিং, আরসিবিকে ৯ উইকেটে হারিয়ে জিতল মুম্বই

আরও পড়ুন: MS Dhoni, IPL 2023: রাহানে, রায়াডুদের বিরুদ্ধে অফ স্পিন বল করলেন ধোনি, ভিডিয়ো ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল শুভমন ও সারার দুটি ভিডিয়ো। একটিতে দেখা গিয়েছে বিমানে পাশাপাশি বসে শুভমন ও সারা। অন্য আর এক ভিডিয়োতে দেখা গিয়েছে, একই হোটেল থেকে লাগেজ নিয়ে বের হচ্ছেন দু’জন। সেই দুটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়াজুড়ে ঝড় উঠেছে। তবে এই সম্পর্ক নিয়ে কিন্তু একেবারেই মুখে কুলুপ এঁটেছেন সারা ও শুভমন। আর এবার এসবের মাঝখানে ঢুকে পড়লেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *