অভিষেকের সভা আপাতত পিছিয়ে গেলেও চা-শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে রবিবার তৃণমূলের শ্রমিক সংগঠনের অবস্থান-বিক্ষোভ হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার বাড়ির কাছে আইএনটিটিইউসি-র অবস্থান কর্মসূচিতে ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং জোড়াফুলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
আলিপুরদুয়ারের কুমারগ্রাম, কালচিনি, ফালাকাটা, মাদারিহাট- এই সব জায়গায় বিজেপির বিধায়কদের বাড়ির কাছেও আইএনটিটিইউসি-র অবস্থান কর্মসূচি হয়েছে। দার্জিলিং জেলার সমতলে ফাঁসিদেওয়া, নকশালবাড়ি-সহ কয়েকটি এলাকায় অবস্থান-বিক্ষোভ হয়েছে।
চা-শ্রমিকদের ঠিকঠাক পিএফ দেওয়া, চা-শিল্পের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের ঘোষিত আর্থিক প্যাকেজের অর্থ বরাদ্দ-সহ কিছু দাবিতে এই অবস্থান হয়েছে। বিজেপির সাংসদ-বিধায়করা কেন চা-শ্রমিকদের এই দাবি নিয়ে সরব হচ্ছেন না, সেই প্রশ্নও তুলেছে তৃণমূল। চা-শ্রমিকদের নিয়ে তৃণমূলের এই টানা কর্মসূচির পরেই অভিষেকের সভা করার কথা ছিল। যা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।