Abhishek Banerjee : পিছোল সভার তারিখ, এপ্রিলে আলিপুরদুয়ার যাবেন অভিষেক – alipurduar abhishek banerjee meeting date postponed


এই সময়: আলিপুরদুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা পিছিয়ে গেল। আগামী ১১ মার্চ এই সভা হওয়ার কথা ছিল। কিন্তু যে সময়ে সভা করার পরিকল্পনা হয়েছিল, তার সঙ্গে পরীক্ষার জন্য মাইক-বিধির সাযুজ্য রক্ষা করা সমস্যা হচ্ছে দেখে আপাতত এই সভা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। আলিপুরদুয়ারের তৃণমূল নেতৃত্বর বক্তব্য, এই সভা এপ্রিলে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

Jalpaiguri Tea Worker : চা শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ
অভিষেকের সভা আপাতত পিছিয়ে গেলেও চা-শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে রবিবার তৃণমূলের শ্রমিক সংগঠনের অবস্থান-বিক্ষোভ হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার বাড়ির কাছে আইএনটিটিইউসি-র অবস্থান কর্মসূচিতে ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং জোড়াফুলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

Purba Medinipur : লাগাতার বিক্ষোভের জেরে বন্ধ হলদিয়ায় কারখানা, মাথায় হাত শ্রমিকদের
আলিপুরদুয়ারের কুমারগ্রাম, কালচিনি, ফালাকাটা, মাদারিহাট- এই সব জায়গায় বিজেপির বিধায়কদের বাড়ির কাছেও আইএনটিটিইউসি-র অবস্থান কর্মসূচি হয়েছে। দার্জিলিং জেলার সমতলে ফাঁসিদেওয়া, নকশালবাড়ি-সহ কয়েকটি এলাকায় অবস্থান-বিক্ষোভ হয়েছে।

Arabul Islam : ‘তাণ্ডব করতে এলে ছেড়ে কথা বলব না’, নওশাদকে হুঁশিয়ারি আরাবুলের
চা-শ্রমিকদের ঠিকঠাক পিএফ দেওয়া, চা-শিল্পের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের ঘোষিত আর্থিক প্যাকেজের অর্থ বরাদ্দ-সহ কিছু দাবিতে এই অবস্থান হয়েছে। বিজেপির সাংসদ-বিধায়করা কেন চা-শ্রমিকদের এই দাবি নিয়ে সরব হচ্ছেন না, সেই প্রশ্নও তুলেছে তৃণমূল। চা-শ্রমিকদের নিয়ে তৃণমূলের এই টানা কর্মসূচির পরেই অভিষেকের সভা করার কথা ছিল। যা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *