দুরন্ত গতিতে যাওয়া বাইকের সঙ্গে চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর। গুরুতর আহত হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক বাইক আরোহী। রবিবার রাত ন’টা নাগাদ দুর্ঘটনা ঘটেছে বারুইপুর থানা এলাকার যোগী বটতলায়। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাইকটি যথেষ্ট গতিতে যাচ্ছিল।
নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকা গাড়িটির সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলে গুরুতর হয় ওই দুই যুবক। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যোগীবটতলা স্পোর্টিং ক্লাবের কাছে স্থানীয় সালেপুর এলাকার বাসিন্দা পাপাই শেখ ও বুবাই দাস। দু’জনে এদিন যোগীবটতলার দিক থেকে সোনারপুরের দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন।
বাইক খুব দ্রুত গতিতে ছিল বলে স্থানীয়দের দাবি। সেই সময় সোনারপুরের দিক থেকে বারুইপুরে আসা একটি মুরগি বোঝাই চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তায় ছিটকে পড়ে ওই দুই বাইক আরোহী। দু’জনকেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
সেখানে পাপাই শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়। রাতেই মৃত্যু হয় পাপাই শেখের। হাসপাতাল সূত্রে খবর, বুবাই দাস নাম ওই যুবকের পা ভেঙে যাওয়ায় চিকিৎসাধীন রয়েছেন।বুবাই দাস নাম ওই ব্যক্তি বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গিয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়েই বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করেছে। সেই সঙ্গে ঘাতক ম্যাক্স বোলেরো গাড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বারুইপুরের SDPO অতীশ বিশ্বাস জানিয়েছেন, “ঘাতক গাড়িটির ব্যাপারে খোঁজখবর চালানো হচ্ছে। এক বাইক আরোহী প্রাণ হারিয়েছেন। আরেক বাইক আরোহীর চিকিৎসা চলছে।” তবে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যান চলাচল নিয়ন্ত্রণের ব্যাপারে আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত যুবকের পরিবারে।