Baruipur Road Accident : বারুইপুরে গাড়ি -বাইকের সংঘর্ষে মৃত ১, চালক পলাতক – baruipur road accident 1 dead and 1 injured


South 24 Parganas : দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। আহত অবস্থায় চিকিৎসাধীন আরও এক যুবক। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে বারুইপুরের যোগী বটতলায় এলাকায়। মৃত বাইক আরোহীর নাম পাপাই শেখ। একটি চার চাকা গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Road Accident : মোটর বাইকের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত্যু, আগুন লাগিয়ে রাজ্য সড়কে বিক্ষোভ স্থানীয়দের
দুরন্ত গতিতে যাওয়া বাইকের সঙ্গে চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর। গুরুতর আহত হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক বাইক আরোহী। রবিবার রাত ন’টা নাগাদ দুর্ঘটনা ঘটেছে বারুইপুর থানা এলাকার যোগী বটতলায়। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাইকটি যথেষ্ট গতিতে যাচ্ছিল।

Taki Road Accident : পরীক্ষা দিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা টাকি রোডে, মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর
নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকা গাড়িটির সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলে গুরুতর হয় ওই দুই যুবক। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যোগীবটতলা স্পোর্টিং ক্লাবের কাছে স্থানীয় সালেপুর এলাকার বাসিন্দা পাপাই শেখ ও বুবাই দাস। দু’জনে এদিন যোগীবটতলার দিক থেকে সোনারপুরের দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন।

Sodepur Road Accident : সোদপুরের ব্যস্ত রাস্তায় একের পর এক পথচারীকে বাইকের ধাক্কা! মৃত ১, জখম ৫
বাইক খুব দ্রুত গতিতে ছিল বলে স্থানীয়দের দাবি। সেই সময় সোনারপুরের দিক থেকে বারুইপুরে আসা একটি মুরগি বোঝাই চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তায় ছিটকে পড়ে ওই দুই বাইক আরোহী। দু’জনকেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

Asansol Road Accident : আনন্দে মুহূর্তে বদলে গেল কান্নায়! আসানসোলে ভয়াবহ দুর্ঘটনার কবলে বরযাত্রী, তারপর…
সেখানে পাপাই শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়। রাতেই মৃত্যু হয় পাপাই শেখের। হাসপাতাল সূত্রে খবর, বুবাই দাস নাম ওই যুবকের পা ভেঙে যাওয়ায় চিকিৎসাধীন রয়েছেন।বুবাই দাস নাম ওই ব্যক্তি বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গিয়েছে।

Jhargram Road Accident : দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যুতে রণক্ষেত্র গোপীবল্লভপুর, মৃতদেহ নিয়ে বিক্ষোভ
এদিকে দুর্ঘটনার খবর পেয়েই বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করেছে। সেই সঙ্গে ঘাতক ম্যাক্স বোলেরো গাড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Bardhaman Road Accident : আউশগ্রামে বাসের সঙ্গে পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ১! জখম পুলিশ অফিসার
বারুইপুরের SDPO অতীশ বিশ্বাস জানিয়েছেন, “ঘাতক গাড়িটির ব্যাপারে খোঁজখবর চালানো হচ্ছে। এক বাইক আরোহী প্রাণ হারিয়েছেন। আরেক বাইক আরোহীর চিকিৎসা চলছে।” তবে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যান চলাচল নিয়ন্ত্রণের ব্যাপারে আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত যুবকের পরিবারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *