Holi 2023 : বসন্ত উৎসবে ফাঁকা বকখালি, মন খারাপ হোটেল ব্যবসায়ীদের – hotel owners upset about lack of tourism in bakkhali at holi season


West Bengal News : রাত পেরোলেই বসন্ত উৎসবে (Holi 2023) মেতে উঠবে গোটা বাংলা। ইতিমধ্যে বাংলার বিভিন্ন টুরিস্ট স্পটে ভিড় জমেছে পর্যটকদের। কিন্তু মুখভার বকখালির হোটেল ব্যবসায়ীদের। অন্যান্য বছর দোলের আগে বকখালির হোটেলে রুম পেতেন না পর্যটকরা।

তবে এই বছর অবস্থা খুবই খারাপ। পর্যটকরা আসছেন না। হোটেলের অনেক রুমই খালি আছে বলে জানালেন একটি হোটেলের মালিক জয়দীপ সর্দার। তিনি জানান, “এই বছর ভিড়ই নেই। কেন যে এরকম হল বুঝতে পারছি না। ইংরেজি নববর্ষের সময় ভালই ব্যবসা হয়েছিল। এবার ব্যবসা পুরোই মার খেল।”

Holi 2023 : বিষ্ণুপুরের মন্দিরে দোলযাত্রা কি টেক্কা দেবে বসন্তোৎসব?
এক ব্যবসায়ী সাগর দাস আবার সরকারের উদাসীনতাকেই এই জন্য দায়ী করছেন। তিনি জানান, “বকখালিতে পরিকাঠামোগত অনেক ঘাটতি আছে। দিঘাতে যেভাবে উন্নয়ন করা হয়েছে বকখালিতে তা হয়নি। চড়া পড়ে সমুদ্রের জল চলে গিয়েছে বহুদুর।”

আরও সৌন্দর্য্যায়ন ও গাছ লাগানোর প্রয়োজন আছে বলে তার মত। তাহলে পর্যটক আরও বাড়বে বলে আশা তাদের। তবে দোলের কারণে টানা দুদিনের ছুটি পেয়ে পরিবারের সবাইকে নিয়ে এসেছেন চাকুরিজীবী গৌরী দাস। বারাসাত থেকে রুমা দে তার স্বামীর সঙ্গে এসেছেন দোল কাটাতে। এখানে এসে ভালোই লাগছে বলে জানান তারা।

Holi 2023 : দোল এলেই বেল খাওয়ার রীতি নদিয়ার বেলেপুকুরে
তিনি বলেন, “বকখালি আগেও একবার এসেছি। কিন্তু সেটা এমনি বেড়াতে। এবার দোল উপলক্ষ্যে এই প্রথমবার এলাম। খুব বেশি ভিড় নেই। তবে ভালো উপভোগ করছি।”

বকখালিতে আসলে উপভোগ করা যাবে বঙ্গোপসাগরের দিগন্ত বিস্তৃত জলরাশি ও খোলা সমুদ্র সৈকত। এখানে সমুদ্র অনেকটাই শান্ত। বর্তমানে বকখালি সি বিচে পর্যটকদের জন‍্য একটি সেলফি পয়েন্ট করা হয়েছে। যা বকখালির সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে।

বকখালিতে আসার পর আশেপাশের বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখা যায়। হেনরি আইল‍্যান্ড ও ফ্রেজারগঞ্জের বায়ুকল ও বেনফিশ সহ একাধিক জায়গা ঘুরে দেখা যায়। অথবা সকালে যাওয়ার পর বিকেলে ফিরে আসা যায়। দক্ষিণ ২৪ পরগনার একেবারে শেষ প্রান্তে রয়েছে এই বকখালি।

বঙ্গোপসাগরের পাড়ে ছোট্ট এই জনপদ রাজ্যের পর্যটন মানচিত্রে ওপরের দিকেই রয়েছে। বিস্তৃত সমুদ্র সৈকত মন রাঙিয়ে দেয়। এখানে রয়েছে প্রচুর মাছের আড়ত। ঘুরে দেখা যায় সামুদ্রিক নানা মাছ।

Holi 2023: দোলের আগে বাড়ি আনুন এই ৭ জিনিস, লক্ষ্মীর পা পড়বে বাড়িতে
এছাড়াও সময় পেলে ঘুরে আসা যায় বকখালি মিনি জু থেকে। কুমীর, হরিণের দেখা মেলে। বকখালির ব্রিজ ধরে বাঁদিকে সমুদ্রের তীর ধরে হেঁটে গেলে দেখা যায় বনবিবি মাতার মন্দির। এই বনবিবিমাতা জঙ্গল লাগোয়া গ্রামগুলির বাসিন্দাদের অন্যতম প্রধান আরাধ্য দেবী।

স্থানীয়দের বিশ্বাস এই বনবিবি অত্যন্ত জাগ্রত। তবে এত কিছু থাকতেও রং-এর উৎসবের আগে ফাঁকা বকখালিতে মন ভার হয়ে রয়েছে হোটেল ও দোকান ব্যবসায়ীদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *