Nawabganj Ferry Ghat : ৬ বছর পর ফের চালু নবাবগঞ্জ ফেরিঘাট, স্বস্তিতে নিত্যযাত্রীরা – nawabganj ferry ghat reopens after 6 years passengers are happy


Hooghly News : হুগলির তেলেনিপাড়ার জেটিঘাট দুর্ঘটনার পর বন্ধ রাখা হয়েছিল জেলার সমস্ত অস্থায়ী জেটি ঘাট। অবশেষে ছয় বছর পর সোমবার থেকে চালু হল পলতা নবাবগঞ্জ ফেরিঘাট। খুশি স্থানীয় বাসিন্দারা। নিত্য যাতায়াতের জন্য ঘাট বন্ধ থাকায় মুশকিলে পড়তে হত যাত্রীদের। সোমবার চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইনের হাত ধরে ফেরিঘাট চালু হওয়ায় স্বস্তি মিলল নিত্য যাত্রীদের।

Boro Maa Naihati : নৈহাটির ফেরিঘাট বড়মার নামে
২০১৭ সালে ভয়াবহ দুর্ঘটনা ঘটে হুগলির তেলেনিপাড়া জেটি ঘাটে। গঙ্গায় হরপা বানে ভেসে যায় ভুটভুটি সহ গোটা জেটি। বেশ কিছু জনের মৃত্যু হয়। আহত হয়েছিযেন একাধিক যাত্রী। সেই দুর্ঘটনার পর থেকে প্রায় ছয় বছর বন্ধ হয়ে পড়েছিল জেলার সমস্ত অস্থায়ী জেটিঘাট গুলি। গত ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেন হুগলির বেশ কিছু জেটিঘাট।

Mamata Banerjee On Ganga Arti : শীত-গরমে পৃথক সূচি, শহরে গঙ্গা আরতির দিনক্ষণ ঘোষণা মুখ্য়মন্ত্রীর
সেই সময় উদ্বোধন হয়নি পলতা ফেরিঘাটের। অবশেষে বহু প্রতীক্ষার অবসান হল আজ। চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইনের হাত ধরে পলতা নবাবগঞ্জ ফেরিঘাট চালু করা হল। জেলার বিভিন্ন অস্থায়ী ফেরিঘাটের মধ্যে অন্যতম ব্যস্ততম ফেরিঘাট হল নবাবগঞ্জ ফেরিঘাট। প্রতিদিন প্রায় দশ হাজার মানুষের যাতায়াত এই ফেরিঘাট দিয়ে। জেটি বন্ধ থাকার কারণে মানুষকে প্রায় ১০ কিমি ঘুরপথে যাতায়াত করতে হতো। ফলে সমস্যায় পড়তেন সাধারণ মানুষ। আজ তার অবসান হল।

Ganga Aarti Kolkata : আজই বারাণসীর ধাঁচে গঙ্গারতির সূচনায় মমতা
স্থানীয় এক বাসিন্দা বলেন, “দীর্ঘদিন ধরে এই জেটিঘাট বন্ধ থাকায় আমাদের খুব সমস্যায় পড়তে হতো। অনেকদিন ধরেই ঘাট চালু করার কথা শুনছিলাম। অবশেষে ঘাট চালু হওয়ায় আমরা খুশি। নিত্যদিন আমাদের যাতায়াতের অনেকটা সুবিধা হবে। চাঁপদানির পুরপ্রধান সুরেশ মিশ্র জানান, আগামী ১০ তারিখ থেকে ১টি করে মোট ২ টি লঞ্চ ঘাট পারাপার করবে।সকাল সাড়ে ৫ টা থেকে রাত ১০ পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। প্রতিদিন প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষ প্রতিনিয়ত পারাপার করবে।

Raigunge News : রায়গঞ্জে নয়া হেলিপ্যাডের উদ্বোধন, ব্যবহার করতে পারবেন ভিভিআইপি-সাধারণ মানুষ
বিরোধীদের উদ্দেশ্য চাঁপদানির পুরপ্রধান সুরেশ মিশ্র বলেন, “যারা সমালোচনা করে তারা আজ যোগ্য জবাব পেয়েছে। উন্নয়ন কাকে বলে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে এটাই বাংলার আসল উন্নয়ন।” চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন জানান, আগামী দশ তারিখ থেকে যাত্রী পরিষেবা চালু করা হবে। আজকে যার শুভ উদ্বোধন হল।

Malda News : ইংরেজবাজার পুর এলাকায় নেই পাকা রাস্তা-হাইড্রেন, ক্ষোভ বাড়ছে স্থানীয়দের
দোল ,হলি ও শবেবরাত উৎসব থাকার কারণে এই দুটো দিন ট্রায়াল চলবে। কারণ লঞ্চের নাব্যতা কতটা আছে এবং কতটা যাত্রী পরিবহন করতে পারবে সেসব দেখা হবে। এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল কবে থেকে শুরু হবে যাত্রী পরিষেবা। ঘাট চালু হওয়ার ফলে ভদ্রেশ্বর, বৈদ্যবাটি চাঁপদানির মানুষ উপকৃত হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *