South Dinajpur News : নেশার টাকা দিতে অস্বীকার মা-র, ‘অভিমানে’ চরম সিদ্ধান্ত যুবকের – south dinajpur youth body recovered from his room police started investigation


West Bengal News : নেশায় আসক্তি টেনে নিয়ে গেল বিপথে ! মায়ের কাছে টাকা চেয়েছিল ছেলে। তাও এক, দুই নয়, মোট তিন হাজার টাকা। অভাবের সংসারে সেই টাকা দিতে পারেননি মা। অভিমান হয় ছেলের। রবিবার ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘর থেকে। ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলায় তপন থানা এলাকায়। মৃত যুবকের নাম অলিক চৌধুরী(২২)। ছেলে নেশায় আসক্ত ছিল, হঠাৎ কোনও কারণে দিল্লি যাওয়ার জন্য টাকা চেয়ে বসেছিল বলে দাবি মায়ের।

Nadia News : নাতনির জন্মদিনের আবদার মিটিয়ে আত্মঘাতী দিদা! মর্মান্তিক ঘটনা শান্তিপুরে
টাকা না দেওয়ার কারণেই অভিমানে সে আত্মঘাতী হয়েছে বলে দাবি পরিবারের। রবিবার বন্ধ ঘর থেকে উদ্ধার হল ছেলের ঝুলন্ত দেহ। মৃত যুবকের অলিক চৌধুরীর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার স্কুল মোড়ে। এদিন বিষয়টি নজরে আসতে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তপন থানার পুলিশ।

Uttar 24 Pargana : শ্বশুরবাড়িতে বেড়াতে এসে জামাইয়ের রহস্যমৃত্যু! নেপথ্য কি সম্পর্কের টানাপোড়েন?
পরে পুলিশে দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ পুরো ঘটনা খতিয়ে দেখছে তপন থানার পুলিশ। জানা গিয়েছে, অলিকের বাবা বেশ কিছু বছর আগে প্রয়াত হয়েছেন। মা সেলাই করে কোনওরকমে দিন গুজরান।

Howrah Love Affair : ডিভোর্সের পরও বিয়েতে না প্রেমিকার! অভিমানে ‘আত্মঘাতী’ যুবক
ছেলে অলিক লোকের দোকানে কাজ করত৷ তবে বেশ কিছু দিন ধরে সে নেশায় আসক্ত হয়ে পড়ে বলে দাবি পরিবারের। পরিবারের তরফে বহুবার বুঝিয়ে কোনও লাভ হয়নি৷ গতকাল রাতে হঠাৎ করে অলিক তার মাকে ৩০০০ টাকা দিতে বলে। কেন টাকা চাইছে জিজ্ঞেস করলে অলিক বলে সে দিল্লি যাবে। তার জন্যই ৩০০০ টাকা লাগবে। মায়ের সঙ্গে টাকা নিয়ে বচসা হয় ছেলের। জেদি ছেলে অভিমান করে ঘরে চলে যায়।

Hooghly News : প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার দোকানে লুঠ, চাঞ্চল্য পান্ডুয়ায়
পরদিন সকাল হলেও ছেলের দরজা না খোলায় চিন্তায় পড়ে যায় মা৷ অনেক ডাকাডাকির পরও কোনওরকম ভাবে ছেলের সাড়া পাননি। এরপর জানালা দিয়ে তাকাতেই ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান। মাথায় যেন আকাশ ভেঙে পড়ে মায়ের৷ পরে দরজা ভেঙে অলিকের দেহ উদ্ধার করে পুলিশ৷

South Dinajpur : পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন বিষ্ণুমূর্তি, কুমারগঞ্জে হইচই
ভাইয়ের জেদ-এর ব্যাপারে জানিয়েছেন অলিকের দাদাও। মৃতের দাদা প্রসেনজিৎ চৌধুরী বলেন,”ভাই ছোট থেকেই খুব জেদি। তার মাসি ভাইকে ৩০০০ টাকা দিতে পারেনি। সেজন্যই কথা কাটাকাটি হয় রাতে। তারপরেই এই ঘটনা।” তপন থানার পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে ওই যুবক আত্মঘাতী হল তা খতিয়ে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *