Uttar 24 Pargana: প্রেমিকের বাড়ি এসে বিয়ের জন্য চাপ! বাগুইআটিতে বহুতল থেকে ঝাঁপ যুবকের – youth mysterious death after allegedly his girlfriend put on pressure for marriage


West bengal Local News: সম্পর্কের টানাপোড়েনে চরম পদক্ষেপ যুবকের। বাগুইআটিতে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ঘনীভূত রহস্য। মৃতের পরিবারের তরফে যুবককে মৃত্যুতে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। একইসঙ্গে পরিবারের তরফে সন্দেহ প্রকাশ করে অভিযোগ, যুবককে ছাদ থেকে ধাক্কা মেরেও ফেলে দেওয়া হতে পারে।

জানা গিয়েছে, প্রেমের সম্পর্কে জটিলতার জেরে বাড়ি দোরগোড়ায় অশান্তি। নিজের পরিবারের লোককে সঙ্গে নিয়ে বিয়ের জন্য চাপ দিতে যুবকের বাড়ি হাজির হন যুবতী। অভিযোগ, যুবকের পরিবারকে দ্রুত বিয়ের দেওয়ার জন্য চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মারাত্মক অপমানও করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি সেই অপমান সহ্য করতে না পেরেই বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেন যুবক।

Howrah Love Affair : ডিভোর্সের পরও বিয়েতে না প্রেমিকার! অভিমানে ‘আত্মঘাতী’ যুবক

স্থানীয় সূত্রে খবর, বাগুইআটি পূর্বাশার বাসিন্দা সৌমদীপ সাহার বাগুইআটির অশ্বিনীনগর এলাকার বাসিন্দা দিয়ার সঙ্গে বেশ কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল । কিন্তু, সম্প্রতি সেই সম্পর্ক থেকে সরে এসেছিলেন তিনি। প্রেমে প্রত্যাখান সহ্য করতে না পেরে মা, বন্ধু ও পরিবারের লোককে সঙ্গে নিয়ে সৌম্যদীপের বাড়ি পৌঁছে যান প্রেমিকা দিয়া। উল্লেখ্য, সম্প্রতি নতুন চাকরিতে যোগ দেন সৌম্যদীপ।

অভিযোগ, রবিবার রাতে প্রেমিকের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ঝামেলা করেন করেন দিয়া। তাঁর পরিবারের লোকজন সৌম্যদীপকে দ্রুত বিয়ে করার জন্য চাপ দিতে থাকেন বলে অভিযোগ। এমনকী যুবকের মা-বাবাকেও ব্যাপক অপমান করা হয় বলে অভিযোগ। ফ্ল্যাটের ছাদের প্রচুর বাকবিতণ্ডা, বচসা চলে।

North 24 Parganas News : পরিবারের অমতে ভালোবেসে পালিয়ে বিয়ে, ৪ দিন যেতে না যেতেই চরম সিদ্ধান্ত যুগলের!

রীতিমতো পাড়ার লোক জড়ো হয়ে গিয়েছিল ঘটনায়। অভিযোগ, চলে যাওয়ার আগে প্রেমিকা দিয়ার মা সৌম্যকে বিয়ে না করলে হাজতবাস করানোর হুমকিও দেন। দাবি, এতেই ব্যাপক অপমানিত বোধ করেন সৌম্য। প্রেমিকা ও দিুয়ায় বাড়ির লোক বাড়ি ছাড়ার কয়েক মুহূর্তের মধ্যেই ছাদ থেকে ঝাঁপ দেন ওই যুবক।

সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় যুবককে নিয়ে যাওয়া হয় বাগুইআটির ধারে বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর শোকের ছায়া পরিবারে। এরপরই দিয়ার পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন পরিবার। ছেলের অবস্থার জন্য দায়ী করেন তাঁকে। সৌম্যদ্বীপের পরিবারের পক্ষ থেকে বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানা গিয়েছে।

Alipurduar News : প্রেমে প্রত্যাখ্যাত হওয়া যুবকের রহস্যমৃত্যু! প্রেমিকার বাড়িতে গিয়ে চড়াও পরিবার

সৌম্যদীপের মৃতদেহ হাসপাতালে আনার পর সেখান থেকেই পুলিশে খবর দেওয়া হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্তে নেমেছে বাগুইআটি থানার পুলিশ। দেহটিকে ময়না তদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হবে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অটোপসি রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *