ফুরফুরা উন্নয়ন পর্ষদের চেয়ারম্য়ান বদল, সরানো হল ফিরহাদ হাকিমকে Firhad Hakim removed as chairman of Furfura development Board


প্রবীর চক্রবর্তী: ব্যবধান মাত্র দিন চারেকের। নওশাদ সিদ্দিকি এখন জামিনে মুক্ত। এবার ফুরফুরা উন্নয়ন পর্ষদের চেয়ারম্য়ান বদল করলেন মুখ্যমন্ত্রী। সরিয়ে দেওয়া হল ফিরহাদ হাকিম। নতুন চেয়ারম্যান হলেন তপন দাশগুপ্ত।

তৃণমূল জমানাতেই তৈরি করা হয় ফুরফুরা উন্নয়ন পর্ষদ। নেপথ্যে স্বয়ং মুখ্যমন্ত্রী। চেয়ারম্যান ছিলেন ফিরহাদ হাকিম। তাহলে? সূত্রের খবর, গত ছয় মাস ধরেই ফুরফুরা উন্নয়ন পর্ষদের যাবতীয় কাজকর্ম সামলাচ্ছিলেন জেলাশাসকই। শনিবার হুগলি জেলার তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্তকে দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী।

এর আগে, নওশাদ সিদ্দিকিকে যখন গ্রেফতার হয়, তখন ‘প্রয়োজনে  কলকাতাকে অচল করে দেওয়া’র  হুঁশিয়ারি দিয়েছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকি। বলেছিলেন, ‘ধর্মতলায় গিয়ে বসে পড়ব। এর শেষ দেখে ছাড়ব’।

আরও পড়ুন: Debangshu Bhattacharya: মুখে লাল, বুকে শাহ, এ কোন দেবাংশু? বলছেন, ‘২০৩৬-এ সিপিএম ক্ষমতায়!’

এদিকে সাগরদিঘিতে তৃণমূলের হারে কারণ খুঁজতে অন্তর্তদন্তের নির্দেশ দিয়েছেন মমতা। বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকের পর তিনি  জানতে চান, ‘গত ১২ বছরে সংখ্যালঘুদের জন্য় প্রচুর কাজ হয়েছে। তারপরেও কেন সাগরদিঘির এই হাল? কোথায়, কোথায় কেন ক্ষোভ’? সংখ্যালঘু এলাকায় নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *