Kolkata Fire Incident : দোলের দিন বাইপাসের পাঁচতারা হোটেলে আগুন, আতঙ্কে হুড়োহুড়ি – fire at kolkata jw marriott hotel two fire tenders at spot


দোলের দিন কলকাতা শহরে আগুন আতঙ্ক। মঙ্গলবার সকালে বাইপাসের ধারের অভিজাত পাঁচতারা হোটেল জে ডাবলিউ ম্যারিয়েটে (J W Marriott) আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই হোটেলের ২৩ তলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সেই সময় হোটেলে উপস্থিত কর্মচারি এবং অতিথিদের মধ্যে।

Nagerbazar Fire Incident: নাগেরবাজারে ডায়মন্ড সিটি আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আতঙ্কে আবাসিকরা

কী ভাবে আগুন লাগল?

জানা গিয়েছে, এদিন সকাল ১০টা নাগাদ জে ডাবলিউ ম্যারিয়টের (J W Marriott) ২৩ তলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। ওই ফ্লোরেই ছিল সার্ভার রুম। সেখানেই আগুন লেগেছিল বলে খবর। তড়িঘড়ি হোটেল কর্তৃপক্ষের তরফে দমকলে খবর দেওয়া হয়। দমকলের ২টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। খালি করে দেওয়া হয় হোটেলের ২১ এবং ২২ তলা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর।

Dakshinapan Shopping Complex Fire : দক্ষিণাপনে শাড়ির দোকানে ভয়াবহ আগুন, আতঙ্কে হুড়োহুড়ি

দোল উৎসবের মাঝেই হোটেলে আগুন

দোল উপলক্ষ্যে শহরের এই পাঁচতারা অভিজাত হোটেলে একাধিক অনুষ্ঠান চলছিল। পাশাপাশি শহরের আসা একাধিক অতিথি এবং পর্যটকরাও এই মুহূর্তে জে ডাবলিউ ম্যারিয়টে রয়েছে। ফলে এই আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে পড়েন সকলেই। কালো ধোঁয়ায় অনেকের শ্বাসকষ্টও শুরু হয়। মাঝপথেই বন্ধ হয়ে যায় দোলের উৎসবও। হুড়োহুড়ি পড়ে যায় গোটা হোটেলে। প্রাথমিকভাবে অনুমান করা হয় সার্ভার রুমের কোনও যন্ত্রাংশ থেকে শর্ট সার্কিটের মাধ্যমেই এই আগুন লেগেছে। যদিও এখনও পর্যন্ত আগুনের উৎস নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

Purulia Fire Incident : পুরুলিয়ায় পুলিশের দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ নথি নষ্টের সম্ভাবনা
এদিকে, সোমবারই ঢাকুরিয়ার দক্ষিণাপন শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দক্ষিণাপনের একটি শাড়ির দোকানে সোমবার সকালে ভয়াবহ আগুন লেগে যায়। দোকানের ভেতর দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের অন্যান্য দোকানের ব্যবসায়ীরাও। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অনুমান এসসি থেকে কোনওভাবে শট সার্কিটের ফলে আগুন লেগে থাকতে পারে। তবে আগুন লাগার নির্দিষ্ট কারণ সম্বন্ধে নির্দিষ্ট করে কিছু জানায় নি দমকল। মুহূর্তের মধ্যে দোকানের শাড়ি সহ অন্যান্য বস্ত্রে আগুন ধরে যায়। কয়েক হাজারের ক্ষতি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

Serampore Station : শ্রীরামপুর স্টেশনের পাশে আবর্জনার স্তূপে আগুন, হাওড়া ব্যান্ডেল লাইনে দীর্ঘক্ষণ বন্ধ টেন চলাচল
আরও কিছুদিন আগে দমদমের একি আবাসনে ভয়াবহ আগুন লেগেছিল। যদিও আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *