Koustav Bagchi : ‘যে কোনও মুহূর্তে হামলা হতে পারে’, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ কৌস্তভ – koustav bagchi seeks police protection claims attack can happen anytime in his house


বাড়িতে হামলা হতে পারে। এমনই আশঙ্কা করছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী (Koustav Bagchi)। আর এই মর্মে নিরাপত্তা চেয়ে ব্যারাকপুরের কমিশনারকে একটি মেইল করেছেন আইনজীবী এই কংগ্রেস নেতা (Congress Leader)। তিনি জানিয়েছে, গোপন সূত্র মারফত চাঞ্চল্যকর তথ্যও পেয়েছেন।


Kaustav Bagchi: কৌস্তভ বাগচীকে সামাজিক বয়কটের ডাক দিয়ে পোস্টার, মুখ খুললেন কংগ্রেস নেতা
হামলার আশঙ্কা কৌস্তভের

এই সময় ডিজিটালকে কৌস্তভ বাগচী বলেন, “আমি তৃণমূলের একটি সূত্র মারফত আমি খবর পেয়েছিলাম। ওরা আমার বাড়িতে হামলা করার একটি চক্রান্ত করেছে। যে কোনও মুহূর্তে আমার বাড়িতে হামলা চালাতে পারে। এই আশঙ্কা রয়েছে আমার। আর সে কারণেই আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি।”

Koustav Bagchi News : ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম কেড়ে নেব’, জামিন পেয়েই ন্যাড়া হলেন কৌস্তভ
উল্লেখ্য, কৌস্তভ বাগচী ব্যারাকপুরের যে অঞ্চলে থাকেন সেটি পুরসভার ভাইস চেয়ারম্যানের ওয়ার্ড। সোমবারই ওই ওয়ার্ড সহ গোটা ব্যারাকপুর জুড়ে কৌস্তভ বাগচীকে সামাজিক বয়কটের ডাক দিয়ে পোস্টার পড়েছিল। পোস্টারে অভিযোগ করা হয়, মাতৃসমা মুখ্যমন্ত্রীকে ( Mamata Banerjee ) কুরুচিকর ও অশালীন মন্তব্য করে এলাকার সংস্কৃতিকে গোটা বাংলার কাছে হেয় করেছেন কৌস্তভ। আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে সামাজিক বয়কটের ডাক দেওয়া হয়েছে ব্যারাকপুরে।

Kaustav Bagchi on DA Protest:’সরকার প্রতারণা করছে…’, বকেয়া DA-র দাবিতে সরকারি কর্মীদের ধরনা মঞ্চে কৌস্তভ
কৌস্তভ বাগচী আরও বলেন, “আমার বাড়ির সামনে কাল দু’জন লাঠিধারী পুলিশ পাহাড়া দিয়েছে। বাড়ির কাছে একটি পেট্রলিং ভ্যানও ছিল। তবে এটা একদিনের নিরাপত্তার ব্যাপার নয়। যে কোনও মুহূর্তে আজ কিংবা কাল হোক ওরা হামলা করবেই।”

Debangshu On Koustav Bagchi : ‘…তখন বাগচীবাবুর চুল কেন্দ্রীক অবস্থান কী হবে?’ ২৪-এর নির্বাচন নিয়ে ‘হাইপোথেটিক্যাল’ প্রশ্ন দেবাংশুর
যদিও কোনও হামলা কিংবা হুমকিতেই তিনি ভয় পাচ্ছেন না বলেই সাফ জানিয়েছেন কৌস্তভ। তাঁর দাবি, “আমি ভয় পাওয়ার বান্দা নই। নিজের ব্যবস্থা নিজে করার ক্ষমতা রাখি। তা সত্ত্বেও আমার কর্তব্য হিসেবে খবরটা পেয়ে আমি পুলিশকে জানিয়ে রাখলাম।” রাজ্যের পুলিশ প্রশাসনের উপরও তাঁর তেমন কোনও আস্থা নেই বলে জানিয়েছেন কৌস্তভ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অশালীন মন্তব্য করার অভিযোগ তুলে গ্রেফতার করা হয়েছিল কৌস্তভ বাগচীকে। জামিনে মুক্ত হওয়ার পর আদালত চত্বরের বাইরেই মাথার সব চুল কামিয়ে ফেলেন কংগ্রেস নেতা। আইনজীবী কৌস্তভ বাগচী এরপরই হুংকার দিয়ে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম কেড়ে নেব। যতদিন না এই স্বৈরাচারী সরকার গদিচ্যুত হচ্ছে, ততদিন আমার মাথায় একটি চুলও গজাব না। এটাই আমার প্রতিবাদের ভাষা। এটাই আমার শপথ।” একইসঙ্গে তাঁর বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় আগে অধীর চৌধুরীর কাছে ক্ষমা চাইবেন, তারপর আমিও ক্ষমা চাইব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *